![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ও আমার একটা বন্ধু মিলে ঠিক করছি একদিন দুইজন মিলে সারাদিন পুরান ঢাকায় ঘুরাঘুরি করব। কিন্তু আমরা পুরান ঢাকার লালবাগ কেল্লা আর আহসান মঞ্জিল ব্যতিত র কোথাও যাই নাই। তাই আমি পুরান ঢাকার অধিবাসী অথবা ভ্রমন পিপাসুদের কাছে জানতে চাচ্ছি পুরান ঢাকায় আর বেড়াবার মত
অথবা দেখার মত কি কি জায়গা আছে। দয়া করে যদি অসব জায়গার বর্ণনা
এবং কিভাবে যেতে হয় বলতেন, এবং পুরান ঢাকার কোথায় কোথায় বিখ্যাত খাবার গুলো পাওয়া যায় তা যদি বলতেন তাহলে আমরা দুই বন্ধুর খুব উপকৃত হতাম
২| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩২
অর্ফিয়াস বলেছেন: বড় কাটরা/ছোট কাটরা/হোসনী দালান/রোজ গার্ডেন/বিউটি বোর্ডিং/তারা মসসিদ/আর্মিনিয়ান চার্চ
৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৭
আবুল হাসান নূরী বলেছেন: নিউ মার্কেট
সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ
সলিমুল্লাহ এতিমখানা
কার্জন হল
হোসেনী দালান
বড় কাটরা
শাখারী বাজার
বিউটি বোর্ডিং
শ্যামবাজার
রুপলাল হাউস
মুক্তি খেলাঘর আসর
তারা মসজিদ
আরমেনিয়ান চার্চ
ধলেশ্বরী মন্দির
বুড়িগঙ্গা ব্রিজ (পোস্তগোলা)
গেন্ডারিয়া রেল স্টেশন
পোস্তগোলা শ্মশান ঘাট
০২ রা জুন, ২০১৩ রাত ১০:৪৩
জীবনমর১২১২ বলেছেন: ভাই জায়গার নাম বলতেসেন অনেক ধন্যবাদ। কিন্তু যাবার লোকেশান টা যদি দয়া করে বলতেন
৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৮
বিবর্ণ সময় বলেছেন: লেখক বলেছেন: ভাই জায়গার নাম বলতেসেন অনেক ধন্যবাদ। কিন্তু যাবার লোকেশান টা যদি দয়া করে বলতেন
৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৮
আবুল হাসান নূরী বলেছেন: আপনি কোন এলাকা থেকে যেতে চান?
০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৬
জীবনমর১২১২ বলেছেন: ভাই আমি চাংখারপুল থেকে যেতে চাই . চাংখারপুল ত পুরান dhakar kasei
৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫১
পলাতক আসামী বলেছেন: সব থেকে ভাল হবে যদি আপনি খাবার দোকানগুলোর লোকেশন হিসাবে যান।। যেহেতু পুরান ঢাকা মানেই ভোজপ্রিয় মানুষের জায়গা।।চাংখারপুলে মামুন বা নান্না দিয়ে লাঞ্চ করে।।তারপর পেস্তা বা লাবাং খেতে লালবাগের রয়্যাল হোটেল।। তারপর চকবাজারে ঘুরাফিরা করে, পাশে পাবেন সদরঘাট।। নদীর বাতাস খেয়ে তারপর যেতে পারেন।।বাংলাবাজার, পাটুয়াটুলি, শাখারি বাজার, তাতিবাজার, কোর্টকাচারি।। কোর্টকাচারি তেই পাবেন বিউটি লাচ্ছি।।
০৩ রা জুন, ২০১৩ ভোর ৫:৩৪
জীবনমর১২১২ বলেছেন: অনেক thanks ভাই আপনাকে
৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৭
আবুল হাসান নূরী বলেছেন: চানখারপুল থেকে ৭ নম্বর বাস বা রিক্সা নিয়ে গুলিস্তান গোলাপশাহ মাজার আসবেন। সেখান থেকে সদরঘাটগামী যেকোন বাসে (বিহংগ, ইউনাইটেড, ভিক্টর, সুপ্রভাত) উঠবেন। বাসগুলো আপনাকে বাহাদুরশাহ পার্কে (সাবেক ভিক্টোরিয়া পার্ক) নামিয়ে দেবে। রাস্তার বিপরীত দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জজ কোর্টের মাঝের গলি দিয়ে একটু সামনে গেলেই প্রবেশ করবেন শাখারী বাজারে।
শাখারী বাজার থেকে দক্ষিণ দিকে বাংলাবাজার বইয়ের মার্কেট। এর খুব কাছেই রয়েছে বিউটি বোর্ডিং, শ্যামবাজার আড়ত ও রুপলাল হাউস।
এসকল স্থানে বেড়ানোর পর যেতে পারেন বুড়িগঙ্গা ব্রিজ ও পোস্তগোলা শ্মশান ঘাট। রিক্সা ভাড়া নেবে ২৫-৩০ টাকা। রিক্সাওয়ালাকে বুড়িগঙ্গা নদীর পাড়ের রাস্তা দিয়ে যেতে বলবেন। এতে রাস্তার ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাবেন ও বুড়িগঙ্গা নদীও দর্শন হবে।
০৩ রা জুন, ২০১৩ ভোর ৫:৩৬
জীবনমর১২১২ বলেছেন: ভাই অনেক অনেক thanks
৮| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:০৭
েবনিটগ বলেছেন: +
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩০
উৎস১৯৮৯ বলেছেন: আমারও জানার দরকার।