নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

‘’দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতা

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

২য় স্বর্গ:

শোন শোন, শোন বলি, শোন অভাজন
দিনে দিনে দাড়ির গল্প করি নিবেদন! সে যে করি নিবেদন।
প্রতিদিন হাসপাতালে ক-র্মেতে যাই
সহকর্মীর প্রশ্নবানে সুখ নাহি পাই আমি সুখ নাহি পাই

প্রথম বন্ধু বলেন, অসুস্থ কি ভাই?
আমি বলি, কেন বলেন শুনিতে যে চাই আমি শুনিতে যে চাই
অপর বন্ধু তখন শোন, আগেভাগে হাকে
দাড়ি রাখার ইচ্ছা যদি মনের মধ্যে থাকে, তোমার মনের মধ্যে থাকে
প্রকাশ করিয়া কষ্ট বলে রেগেমেগে
কাটিয়া ছাটিয়া ফেল সেই ইচ্ছাটাকে; শোন দাড়ির গল্প
অন্যজন এসে বলেন শোন বন্ধু শোন
লম্বা দাড়ি হলে যেন, মানায় তোমাকে; শোন দাড়ির গল্প
সপ্তাহ খানেক পরে, কর্মস্থলে শুনি
সবাই মিলিয়া নাকি সভা করে মূনী, হায়রে সভা করে শুনি

সেই সভার উপলক্ষ আমার সে যে দাড়ি
দাড়ি নিয়ে সভায় যেন পড়ে কাড়াকাড়ি
কেউ বলে কাট দাড়ি, নাই বিকল্প তার
অন্যজনে বলে তার বাড়িয়াছে ভার, সে যে বাড়িয়েছে ভার
কেউ বলে দাড়ি রেখে মানিয়েছে তারে
কেউ বলে মনের দুঃখে এই কান্ড সারে, হায়রে এই কাণ্ড সারে
এই অবস্থা দেখে মন উথাল পাথাল করে
কি যে করি ভেবে ঘুম হারাম হয়ে পড়ে, ঘুম হারাম হয়ে পড়ে
দাড়ি নিয়ে এই হবে, যদি জানিতাম
এই পথে আমি কভু নাহি চলিতাম, আমি নাহি চলিতাম
ভাবিতে ভাবিতে কোন কূল নাহি পাই
বল বন্ধু বল সবে কোন গানটি গাই আমি কোন গানটি গাই!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

খেলাঘর বলেছেন:


পড়ে সময় নস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.