নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

‘’দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতা : ৩য় স্বর্গ

১৩ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৩

৩য় স্বর্গঃ


শোন শোন বন্ধুগণ শোন সত্য কথা
আমার বয়ানে শোন দাড়ি রাখা বৃথা শোন হাস্য রসের কথা
হাসিতে হাসিতে গালে টোপ পড়ে যথা, শোন হাস্য রসের কথা
আমি ভাবি এসব যেন কেবল একটা প্রথা, যেন কেবল একটা প্রথা
শুক্রবারে আমি গেনু জুম্মার নামাজে,
ইমাম সাহেব খুতবা দেন দাড়ি রাখ কাজে, শোন দাড়ি রাখ কাজে
মুসলমানের দাড়ি রাখা কর্তব্য আবশ্যিক
শুনিয়া দাড়ির আদেশ হই মানসিক, যেন হই মানসিক
কেন দাড়ি রাখিলাম, যেন বিপদ ডাকিলাম।।

নামাজ পড়িয়া যখন জুতা নিতে চলি
সকল মুসল্লী মিলে করে কোলাকুলি, ওরে করে কোলাকুলি
কেহ বলে মাশা”আল্লাহ, কেহ আল-হামদুলিল্লাহ
অন্য সবে সারি দিয়ে বলে ইন্না-লিল্লাহ, সবে বলে ইন্না লিল্লাহ
কেহ বলে ভাল লাগে, কেহ বলে বুড়ো
সুন্নত রাখিয়া নাকি আমি হই খুড়ো, কেন দাড়ি রাখিলাম?
আমি যত বলতে চাই, ফরাসী কাহিনী
সুন্নত ভাবিয়া দেয় লম্বা লম্বা বাণী, কেন দাড়ি রাখিলাম?
বাড়িতে ফিরিয়া আমি দাড়ি চাই কাটিতে
সহধর্মী রেগে কন স্থান নাই বাটিতে, কেন দাড়ি রাখিলাম?
বিপদ বুঝিয়া আমি পালাতে যে চাই
কোথায় পালাব সেই স্থান নাহি পাই, কেন দাড়ি রাখিলাম?
কেন দাড়ি রাখিলাম,
বিপদ আনিলাম কেন নিজ কাধে টেনে
এসব ভাবিয়া আমি কাজ করি ধ্যানে, গাহি আখেরাতের শানে
আখেরাতের শানে আমি গজল’ত গাই,
এই ভেবে যেন মনে অনেক শান্তি পাই,মনে অনেক শান্তি পাই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.