নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

’দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতা: ৪র্থ স্বর্গ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

’দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতা

৪র্থ স্বর্গঃ



শোন শোন বন্ধুগণ আমার বয়ান
এখানেই শেষ নয়, আছে আরো প্রাণ, শোন শোন বন্ধুগণ
ফেসবুকের সুবাদে দাড়ি প্রিয় হয়
ওখানেও মাশা-আল্লাহ, ইনশা আল্লাহ কয়, শোন শোন বন্ধুগণ
সুন্নতি দাড়ি বলে, কথা চালাচালি
মনে মনে ভাবি কেন এত বেশী বাড়াবাড়ি, কেন এত বেশী বাড়াবাড়ি
আয়নাতে দেখে ভাবি কবিগুরু সম
বাকী কত হতে আর সক্রেটিস মম, যেন আইনস্টাইন?
এমন সময় মিলে বন্ধুদের মেলা
যাদের নিয়ে ছিল ছেলেবেলার খেলা, ওরে ছেলেবেলার খেলা
রাগিয়া মাগিয়া সবে করে আস্ফালন
দাড়ি কেন রাখিলাম যাও বৃন্দাবন? তুমি যাও বৃন্দাবন !!
কবি বন্ধু রুবি যেন রাগিয়া আগুন
মানুষের ভাব ধর ভুলিয়া ফাগুন? শোন শোন বন্ধুগণ!
দাদাভাই রোকনুদ্দিন হওয়া যেন মানা
নানাভাই কলিমুদ্দির হাওয়া লেগে ফানা;
বাল্য বন্ধু সুধিজন প্রাণপ্রিয় সাকি
ভাবে যেন মনে হয়, বুড়ো হওয়া ফাঁকি, যেন বুড়ো হওয়া ফাঁকি
দাড়িওয়ালা বন্ধুরা দলভারী বলে
বুড়ো হওয়ার ভয় যেন অন্যদের মনে, যেন অন্যদের মনে!!
রফিক আদেশ করে ছবি জলদি সরা
অনেকে ভাবিয়া দেখে কত কাছে মরা , আরে কত কাছে মরা
মরার আগেই যেন দাড়ি রাখা সাজে
তাড়াতাড়ি স্বর্গ হেন রিনিঝিনি বাযে, হেন রিনিঝিনি বাজে
কেহ বলে গুরুদেব, কেহ ভাংগে ঠোঁট
সবাই বলিয়া উঠে হিং টিং ছট ওরে হিং টিং ছট।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.