নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতাঃ ৫ম স্বর্গ

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৮

’দাড়ি’’ সম্পর্কিত একটি পুথি কবিতা

৫ম স্বর্গ:

শোন শোন বন্ধুগণ শোন মন দিয়া
এবারে বর্ননা করি তত্ত্ব কথা হিয়া, শোন শোন মন দিয়া
দাড়ি কোন রীতি নয় পুরুষের বেশ,
নারীদের দাড়ি হলে কেমন হত দেশ? বল কেমন হত দেশ?
ভালো বেশ বেশ বেশ, একটু ভেবে দেখ;
আদিম মানুষ থেকে দাড়ি রাখা প্রথা,
প্লেটোর দাড়ি নিয়ে আছে অনেক কথা, আদৌ ছিল কি না?
অতীতে দাড়ি ছিল প্রজ্ঞার পরিচয়
জ্ঞান, বিজ্ঞান আর দর্শন সুধাময়
অ্যালেক্সান্ডার দিল আদেশ দাড়ি কাটা মাস্ট ওরে দাড়ি কাটা মাস্ট
অ্যালেক্সান্ডার ভেবেছিল যুদ্ধের ময়দানে
দাড়ি রেখে মুখোমুখি যুদ্ধ যদি বাধে, তবে বিপদ আছে
বিপদ আছে তাই বলে দাড়ি রাখা মানা
স্বাধীনতার মূল্য কত সবার আছে জানা ওরে সবার আছে জানা
এক সময় চার্চে ছিল আইন ভীষণ কড়া
দাড়ি রাখলে মৃত্যুদণ্ড এসব ছিল ছড়া
রাশিয়াতে আইন ছিল আরো ভীষণ করুণ
পিটারের রাজত্বে চলত অত্যাচারের নরুন, আরে অত্যাচারের নরুন;
ইতিহাসে লম্বা দাড়ি’র শমসের শিং
ভারত দেশে বাড়ি সে যে পাঞ্জাবেরই বীণ, সেযে পাঞ্জাবেরও বীণ
সভ্যতার পরিচয় দাড়ির ভঙ্গী দেখে
মিসর, পারস্য, গ্রীক, রোমকের দেশে আরে রোমকের দেশে
দার্শনিক আর ধার্মিকের পরিচয় ক্লেশে;
এতসব দাড়ির তত্ত্ব মিলে যায় শ্লেষে হায়রে মিলে যেন শ্লেষে
সবাই মিলিয়া বিশ্ব ভেলাতেই ভেসে;
দাড়ির পুথিকাব্য মিলায় অবশেষে হায়রে মিলায় অবশেষে
এই বলে আমি এক অভাগা স্বজন
বিদায় নিলাম তাই করিয়া ভজন হায়রে করিয়া ভজন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.