নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

ঈদের কথা

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫০


পূর্ব দেশে ঈদে পড়ে দেশ জুড়ে নাড়া
পশ্চিমেতে ঈদ এক অজানার পালা;
এমন দেশে বাসি সব, বড়ই বাড়া
ঈদের আনন্দ নাহি ঘরে ঘরে জানা।।

কোন দিন ঈদ হবে নাই থাকে স্থির
তাই যেন এই দেশে ছুটি নেই শূর;
ঈদের দিনে,
ভোর বেলা জেগে উঠে জেঁকে
ভেবেছিনু দেশের কথা সেই ঊষা থেকে;
বাবা আর মায়ের কথা ছোটবেলা স্মরে
সকলি মনের মাঝে ইতি-উতি করে।।

গরম জলেতে নেমে স্নান সেরে বেগে
রঙীন জামায় সেজে গায়ে আতর মেখে
ঈদের জামাতে যাই গতিবেগে দূরে
মনে মনে কত কথা ভাবি জোরে সুরে
ঈদ কেমন হল বলছি আবেগে,
সে যে বলছি আবেগে।।

দেশে দেশে ঈদ-জামাত ঈদগাহে পড়ে
এই দেশে খোলা মাঠ কোথায় খুঁজে পাবে,
মসজিদে নামাজ সারি তড়িঘড়ি যবে
আরবীতে খুতবা হেন শুরু হল তবে;
এমন ভাষা মোর অজানায় থাকে
তবুও বসে থাকা কর্তব্য মেনে
বসে বসে উন্নাসিক হই আমি জেনে।।

নামাজের পরে যেন হুড়োহুড়ি পড়ে
বুকে-বুক হাতে-হাত কোলাকোলি করে
“ঈদ মোবারক” সবে হেসে হেসে বলে;
একে বলে ওকে বলে আসবেন ঘরে
সেমাই রাঁধিয়া গিন্নী অতিথ তালাশ করে;
মনের দুঃখ মনে রেখে কাজে যাই চলে
ওখানেই সারাদিন ব্যাস্ততায় ঝরে;
ঈদের দিনেতে ঘরে নাই আত্নীয় স্বজন
সারাদিন বাসায় গিন্নী গায় শুধু ভজন,
গিন্নী গায় শুধু ভজন।।

সাঁঝ বেলা বাড়ি ফিরে পরিবার ঘিরে
গালে হাত মাথায় হাত অপেক্ষায় নীড়ে
বাংলা কথা বলা চাই আজ ঈদের দিনে;
বাংলা খাবার খেতে চাই আজ শুভ ক্ষণে
কি যে করি ভেবে ভেবে মনটাকে নেড়ে
খুঁজে পাই দুলাভাই বাস করে দূরে;
গাড়ি নিয়ে সেই ক্ষণে পাড়ি দেই জোরে
গাড়ির ক্যাসেটে বাজে গুরুদেব সুরে
নজরুল কথা বলে মনের প্রতি কোনে
সে যে মনের প্রতি কোনে।।

অতি দূরে দুলাভাই প্রতীক্ষায় জাগে
ভাত রেঁধে আপামনী জেগে বসে থাকে
মাঝ রাতে সবে মিলে বাংলায় হাঁকে
খানা খেয়ে মিলে মিশে আড্ডায় লাগে
সে যে আড্ডায় লাগে;
এভাবেই কেটে যায় শুভদিন ফাঁকে
শূন্যতায় ভরামন আনন্দেতে জাগে
এমনি ঈদের দিন প্রতিবার বাহে
নব সুরে গান মোর বারে বারে গাহে,
সে যে বারে বারে গাহে।।

জিন্নুরাইন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.