নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

মূর্ত অসম্মান

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪৭

মূর্ত আহবানে তুমি করেছ অপমান ভদ্রতার
ক্ষুব্ধ সায়াহ্নে ওরা করেনি অসম্মান নগ্নতার,
নিজেকে সবচেয়ে নিচু মনে করার পর
বুঝিয়ে দিয়েছ মৃত্যুর অনুভূতি
শারীরিক নয় মানসিক মৃত্যু একটি নূতন ভাবনার
যা কখনই ছিলনা মাঝে উপলব্ধি আর চেতনার।।

মানসিক মৃত্যুর অনুভূতি, নূতন বেদনার
জঘন্য সমাহার কান্না আর যাতনার;
নিঃশ্বাস বয় দ্রুত, মাথায় এক পাহাড় যন্ত্রণা
বুকের মধ্যে ভীষণ চাপ আগ্নেয়গিরির
আর চোখে নোনা সাগরের জল অতল
তুমি চেয়েছিলে অপমান
বেদনার কান্না ছিল সীমা অতিক্রান্ত
চরম অসম্মান, হিমশীতল মৃত্যুর চেয়েও ভয়ংকর
বয়ে এনেছে লজ্জা আর বেদনার গ্লানি
অপরাধবোধ আর মন্দ বিবেক
ছলনা, প্রতারণা, শঠতা আর কপটতার সমাহার
কেননা মূর্ত আহবানে করেছ অসম্মান ভদ্রতার।।

কি প্রয়োজন হয়েছিল?
ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটির অভ্যন্তরে
অন্ধকার গহ্বরে নীচ থেকে আরও নিচুতে
বয়ে এনেছে লজ্জা, অপরাধবোধ আর কৈতব শঠতার
শূন্যতা, নিমগ্নতা, অন্ধকার আর দ্বৈরথ জঠতার
জানতে বড় ইচ্ছে করে, কি এমন প্রয়োজন হয়েছিল?
জন্ম দিতে মানসিক মৃত্যু একটি নূতন ভাবনার
যা কখনই ছিলনা মাঝে উপলব্ধি আর চেতনার
শঠতা আর কপটতার সমাহার
মূর্ত আহবানে করা অসম্মান ভদ্রতার
কি এমন প্রয়োজন হয়েছিল!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.