নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

সুন্দর শিশু

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৩

পৃথিবীর সেরা সুন্দর শিশু সিরিয়াবাসীর চোখের জল
কুর্দি বাবার স্নেহের বোল, বিশ্ব জয়ের মনের দোল;
পায় পায় আজ গাইছে গান
পৃথিবীর সেরা সুন্দর শিশু
সৈকতে শুয়ে সেই আয়লান, যুদ্ধ পীড়িত রক্ত জড়িত
কোবানের জয়গান, গায় কোবানের জয়গান।।

লবণ পানিতে নেয়েছে শিশুটি, শুয়েছে বালিতে দীর্ঘ নিশুতি
ক্রুদ্ধ হাসিতে করছে ভ্রুকুটি, উপুড় শুয়েছে মাগছে মুকতি
উগ্র জাতির সুপ্ত বিবেক মধ্যগগনে কম্পমান
করে আরববাসীর উষ্ণ মরুর অগ্নুৎপাতে অগ্নিস্নান
পৃথিবীর সেরা সুন্দর শিশু
সৈকতে শুয়ে সেই আয়লান, যুদ্ধ পীড়িত রক্ত জড়িত
কোবানের জয়গান, গায় কোবানের জয়গান।।

প্রতিদিন যে শিশু হেসে আর মিশে
কেঁদে আর মেগে ভাঙাত, যুদ্ধ-দগ্ধ বাবার ঘুম
খেলত খেলাত হাসাত নাচাত মুগ্ধ মায়ের মধুর চুম
আজ সেই শিশু বিশ্ববাসীর বিবেক কেড়েছে
সকল মায়ের হৃদয় নেড়েছে;
পৃথিবীর সেরা সুন্দর শিশু
সৈকতে শুয়ে সেই আয়লান, সেই আয়লান
যুদ্ধ পীড়িত রক্ত জড়িত
কোবানের জয়গান, গায় কোবানের জয়গান।।

হাফেজ-আসাদ কাঁদিছে কবরে আজ শোরে
ওহে পাষণ্ড বাশার-আসাদ
আর কত জীবন ঝরাবি মোর গোরে;
ধর্মের নামে আর কত ভণ্ড স্বাদ করে
রক্ত লালন বেদুইন দল, অস্ত্র পাগল ধিক তোরে;
শান্তি কামিছে সারা বিশ্ব আজ ভোরে;
পৃথিবীর সেরা সুন্দর শিশু
সৈকতে শুয়ে সেই আয়লান, সেই আয়লান
যুদ্ধ পীড়িত রক্ত জড়িত
কোবানের জয়গান, গায় কোবানের জয়গান।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.