নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নয় রূপান্তর

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২২

যাকে সবাই মৃত্যু বলে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
অবয়ব থেকে অবয়ব
এক রূপ থেকে আরেক রূপ
শরীর থেকে আত্না, মৃত্যু নয়
স্টিক্স নদীর অপর পারে স্থানান্তর।।

সকল কিছু একই আছে
আমি আছি, তুমিও আছ, সবাই আছে
স্নেহ-মমতার এই জীবন বাঁকে
স্পর্শহীন, আত্নার সাথে আধ্যাত্নীকতার ডাকে
যাকে সবাই মৃত্যু বলে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
স্টিক্স নদীর অপর পারে স্থানান্তর।।

যে নামে ডাকতে, সেই পুরনো নামে
যেমন কথা বলতে সেই সহজ তানে
সেই স্বরে আর সুরে, আনন্দ ভরা মনে
আজো তেমন ডেকো আমায় গানে
যাকে সবাই মৃত্যু বলে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
স্টিক্স নদীর অপর পারে স্থানান্তর।।

যেমন করে, হেসেছি মোরা ঠাট্টা করার ছলে
যেমন করে, খেলেছি মোরা উদ্দামতার বলে
তেমনি করে, আমায় যেন স্মরণ রেখ
মনের ঈশান কোনে
প্রার্থনারই বোলে
প্রদীপ জেলে নিত্যদিনই তোমার ঘরের দোরে;
যাকে সবাই মৃত্যু বলে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
স্টিক্স নদীর অপর পারে স্থানান্তর।।

জীবন তরী যেমনি আছে তেমনি থাক
ভোলার ছলে প্রাণ জুড়াক
স্টিক্স নদীর অপর পারে বসে আমি ভাবছি যাই
কখন যেন মিলবে তরী, আবার দেখা মিলবে ভাই
এই কদিনের একটি জীবন, দীর্ঘ জীবন রইল তাই
বাঁচব আমি চিরকালই, মনের মাঝে দিলে ঠাই;
যাকে সবাই মৃত্যু বলে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
স্টিক্স নদীর অপর পারে স্থানান্তর।।

(প্রিয়জন এক মহৎ হৃদয় ডঃ চৌধুরী সাজ্জাদুল করিম, সাজু ভাইয়ের অকাল প্রয়াণে দু ফোঁটা চোখের জল, ডাবলিন থেকে ২৫শে নভেম্বর ২০১৫)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮

সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর!
সবাই মৃত্যুযাকে, মৃত্যু নয়
বড় জোর তা রূপান্তর
অবয়ব থেকে অবয়ব
এক রূপ থেকে আরেক রূপ

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

ধমনী বলেছেন: বড় জোর তা রূপান্তর..
সত্যিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.