নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

ওরা কবিতা ভালবাসেনা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৯


ওরা মানুষের বুকে আলপনা এঁকে মৃত্যুর দ্বারে দেয় পাঠিয়ে
ওরা মানুষের মুখে শ্লোগান পুরে গণ মিছিলে দেয় ছুটিয়ে
ওরা পুলিশের হাতে রাইফেল তুলে রাজপথে দেয় লেলিয়ে
ওরা র্যাবকে পাঠিয়ে মানুষের তপ্ত নিঃশ্বাস নেয় ছিনিয়ে;
ওরা অমানুষের হাত দিয়ে কেড়ে নেয় তপ্ত তরুণ জীবন্ত প্রাণ
ওরা কবিতা পড়েনা
ওরা জীবন নিয়ে করে ছেলে খেলা, ওরা কবিতা লিখেনা
ওরা কবিতা ভালবাসেনা।।

আলপনা আঁকা বুক, লাল রং ধরে মাটিতে পড়ে আছড়ে
লাইন ধরে এগিয়ে শ্লোগান, সশব্দে গর্জে উঠে মিছিলে
একে ৪৭ রাইফেল, হুঙ্কারে রাজপথ তুলে কাঁপিয়ে
খুনিরা রাতের আধারে ঘরে ঘরে হানা দিয়ে পড়ে হামিয়ে;
ওরা অমানুষের হাত দিয়ে কেড়ে নেয় তপ্ত তরুণ জীবন্ত প্রাণ
ওরা কবিতা পড়েনা
ওরা জীবন নিয়ে করে ছেলে খেলা, ওরা কবিতা লিখেনা
ওরা কবিতা ভালবাসেনা।।

সোনারগাঁ, শেরাটন, রেডিসন কিংবা ঢাকা ক্লাব ঝাঁপিয়ে
নর্তকীরা নেচে উঠে সুরের তালে তালে, রাখে মাতিয়ে
সরাবন তহুরা পরম সুখের প্রলেপ এঁকে উঠে তাতিয়ে
বঙ্গভবন আর গণভবন সজ্জিত আলোতে উঠে ঝলমলিয়ে;
ওরা অমানুষের হাত দিয়ে কেড়ে নেয় তপ্ত তরুণ জীবন্ত প্রাণ
ওরা কবিতা পড়েনা
ওরা জীবন নিয়ে করে ছেলে খেলা, ওরা কবিতা লিখেনা
ওরা কবিতা ভালবাসেনা।।

বিচারের বাণী কাঁদে নীরবে নিভৃতে, বিচারকের আসন কাঁদে ফুঁপিয়ে
বিচারের নামে চলে প্রহসন, হাজারো মানুষ রিমান্ডে পড়ে ঝিমিয়ে
বিরোধী শিবির করে অযথা আস্ফালন, রাস্তায় নামেনা শ্রমিক ঝাঁপিয়ে
সংবাদ কর্মীদের জেলে পুরে রাখে বছরের পর বছর, ক্রন্দন চলে নীলয়ে;
ওরা অমানুষের হাত দিয়ে কেড়ে নেয় তপ্ত তরুণ জীবন্ত প্রাণ
ওরা কবিতা পড়েনা
ওরা জীবন নিয়ে করে ছেলে খেলা, ওরা কবিতা লিখেনা
ওরা কবিতা ভালবাসেনা।।

হত্যা-রাহাজানির হয়না বিচার, আত্নারা কাঁদে চোখের জলে ভাসিয়ে
ব্লগাররা জীবন দেয় আধারে, ফেলানীদের আত্না আর্তনাদ করে চেঁচিয়ে
দুর্নীতি-রাহাজানি-গুম-ব্যাংক লুণ্ঠন হয় দিনের আলোতে নাচিয়ে
ফেসবুক-ভাইবার-হোয়াটসআপ-টুইটারের টুঁটি চেপে ধরে দেয় শাসিয়ে;
ওরা অমানুষের হাত দিয়ে কেড়ে নেয় তপ্ত তরুণ জীবন্ত প্রাণ
ওরা কবিতা পড়েনা
ওরা জীবন নিয়ে করে ছেলে খেলা, ওরা কবিতা লিখেনা
ওরা কবিতা ভালবাসেনা।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ওরা কবি না, ওরা কবিতা পড়ে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.