নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশের আইন (১)

০১ লা মে, ২০১৬ রাত ১:৫৩



হবুর দেশের আইন
লিখা আছে গঠনতন্ত্রে মস্ত মস্ত লাইন 
লাইন ত নয়, লক্ষ লক্ষ বর্ণমালার শিল্প সম গাইন
দক্ষ দক্ষ ব্রিটিশ সেনা, মস্ত মস্ত মোগল বেনা
পাকিস্তানের সবুজ মনা
বাংলা মায়ের সন্তানদের মন গড়া সব আইন।। 


আইন ত আছে গগন সেনের খাতায়
মোটা বইয়ের লক্ষ লক্ষ পাতায়
মানছে ক'জন জীবন কলের যাতায়
জানছে যারা বিপদ তাদের মাথায় 
খড়গ তাদের শিরের উপর লুটায়।।

সকাল সন্ধ্যা হেলায় খেলায়
দেশের মানুষ মরছে কারায়
ফেলানীর দল ঝুলছে বেড়ায়
কাঁদছে বিবেক অঝোর ধারায়
সাগর-রূণী আপন গৃহে জীবন হারায়
পত্রিকারই দিস্তা দিস্তা কাগজ মাড়ায়
খবর উড়ে সাংবাদিকের পাতায় পাতায়
তনুর মত তন্বীরা সব ধর্ষিতা হয় সৈন্য পাড়ায়
দুলছে ছবি মানব মূর্তি আকাশ চূড়ায়
জীবন খাতায় লিখছে কবি অমোঘ লীলায়
আইন-কানুন,
যত্তসব লিখা থাকে গঠনতন্ত্রের দীর্ঘ পালায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.