নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশ (২)

০৮ ই মে, ২০১৬ রাত ১২:২১

হবুর দেশের আইন
লিখা আছে গঠনতন্ত্রে মস্ত মস্ত লাইন

খবর এল সেদিন,
খায়রুল হক এক বিচারপতি প্রধান
রায় দিয়েছেন ঐতিহাসিক, সংশোধনী বিধান
বলেন যখন, তখন যেন, আছড়ে পড়ে খিলান
চলতে পারে বাহার দু’য়েক তত্ত্বাবধা’ক প্রধান;
বিচারপতি প্রধান,
লিখতে বসে ভুলেই গেলেন সকল কথা সটান
অবসরের বছর দুয়েক
রাত্রি দিবস শয়ন করেন নিদ্রাদেবীর শিথান
দুটি বছর, দীর্ঘ সময়, ভুলে যাওয়া প্রকৃতিরই নিশান ।।

বিচারপতি বনস্পতি, গায়ে জড়ান লক্ষ টাকার বর্ম
ঘোষক বলে বিধান করেন বঙ্গবন্ধুর কর্ম
জাতি মানে সবাই জানে প্রধান নেতার মর্ম!
আইন করে কি মন পাওয়া যায়, আর পাওয়া যায় স্বর্গ?
ঘুরছে রাজার সন্তরীরা সব, সজাগ থাকে কর্ন
যেমন দেশ তার তেমন বিধান, রাজনীতিরই ধর্ম।।

অবসরে, নিদান কালে, গড়ান ভালে, উপহারের রম্য
চেয়ার করেন আইন কমিশন গড়েন নিজের সাম্য
আইন কি তবে ভাঙার জন্য ন্যায্য?
লক্ষ্য বুঝি অসৎ হবে ষোল আনাই কাম্য?
মানতে গেলে, ধাক্কা লাগে, জীবন যাওয়াই ধার্য্য
দেশটি যেমন, ধর্ম তেমন, হবু রাজা, নূতন দিনের ব্রাম্য।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.