নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশ(৪)

১২ ই মে, ২০১৬ রাত ২:৫৮

হবুর দেশের আইন
লিখা আছে গঠনতন্ত্রে মস্ত মস্ত লাইন

বিচারপতি বৃহস্পতি, ধর্ম কর্মে বড়ই প্রীতি
দেখবে এবার সারা জাতি, মনের কোণে ধারেন নীতি,
অবসরে, রায় লিখাতে মিলবে না আর অনুমতি;
আইন করেছেন, ৬ষ্ঠ মাসে রায় লিখাতে মিলবে যতি;
পণ করেছেন, শত মামলা ফের শুনানি, করেই হবেন মহামতি;
কি যে হল মন্দ কপাল, নীতির পালে লাগল হাওয়া অধোগতি
ফের শুনানি বন্ধ হল, এ যেন এক তেলেসমাতি
বোঝা কঠিন বিচারপতির মতিগতি ।।

এমন সময় আসল ভালে সংবিধানের সংশোধনী ষোড়শ
ভাবতে ভাবতে, বসে বসেই, কাটান জীবন অলস
কেমন কথা, বিচারপতি মহামতির মৌন বদন বিরস!
নির্বাচিত সাংসদেরা, পাবেন কেন অভিশংসনের আরশ?
অভিশংসন ভাঙ্গতে হবে, ভাবতে ভাবতে বদন হল নীরস
ঘোষক হলেন মূশক, বাতিল হল সংশোধনী ষোড়শ!
দেশজুড়ে যে প্যাঁচাল পাড়েন, বুদ্ধিজীবীর খোলস
সুযোগ পেয়ে কথার মালা ছুড়েই বাজান ঢোলক।।

স্বাধীনতা শুধুই যেন, বিচারপতির জন্য
লক্ষ কোটি জনতা আজ জেলখানারই পণ্য!
দলপতি আদেশ দেবে, সাংসদেরা দীক্ষা নেবে
দেশের মানুষ জিম্মি হবে, মুক্ত কথা বন্ধ রবে!
ভেবে ভেবে বিচারপতির নিদ্রাদেবী শূন্য
ইতিহাসের দুর্ঘটনায় করেন মহা পুণ্য!
গঠনতন্ত্র এবার হল ভীষণ খেলার অন্ন!
সংবিধানের দোহাই দিয়ে হলেন মহা-ক্ষুণ্ণ
দেশ যেন আজ সুন্দরবন, নিরেট মহা অরণ্য।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪

দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.