নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশ (৯)

০৩ রা জুন, ২০১৬ রাত ২:১৮

হবুর দেশে দীর্ঘ কালে, চলছে ভালে, যুদ্ধাপরাধের বিচার
গানে গানে, বিশেষ শানে, পালে পালে বিশ্বামিত্রের আচার;
বিশ্বামিত্র ভাবছে মনে, দেখছে পানে, হন্যে হয়ে নাচার
সার্বজনীন, বিশ্বমলিন, ভদ্রকূলীন শত্রুদলের আছাড়।।

কোথায় বিচার? প্রশ্নকারী প্রশ্ন করে, হন্ত দিয়ে পালান
মুক্ত স্বাধীন দেশে নাকি প্রশ্ন করা হারাম
না হয় যাবে, নিদেনকালে নিজের আপন পরাণ
ভদ্রকূলীণ শত্রুদলের মানস জগত মহান
পণ করেছে রাখবে তারা বেহেশতেরই উঠান।।

৭১ এ যুদ্ধ ছিল পরাণ করা আকুল
স্বাধীনতা পাবার জন্য জাতি ছিল ব্যাকুল
৯টি মাসের যুদ্ধে লক্ষ লক্ষ জীবন গেল নকুল
কত বোনের মান যে গেল হিসাব নেইকো অকূল?

শত্রুরা সব ভীমরি খেল, যুদ্ধ গেল, স্বাধীন হল দেশ
নিজের দেশটি নিজেই শাসে, মনে ভাবে বেশ
পতাকা আসে, সীমানা ভাসে মুক্ত হয়না দেশ
মায়ের ভাষায় কথা বলেও শান্তির নাই রেশ।।

দেশ শাসিতে কোথায় যেন অসুর হল সূর
মানও গেলো জীবন গেলো দেশটি হলো তূর
মানুষগুলোর অসুখ হল, মনে লাগে পোড়
মনের মধ্যে বাধল বাসা অসুন্দরের গোর।।

দিনে দিনে পলে পলে যুগে যুগে সন্তরে
অবিশ্বাস আর জীঘাংসা সব, বাঁধে বাসা অন্তরে
বিচার এলো দীক্ষা নিলো প্রতিহিংসা মন্তরে
মূল্যবোধের অবক্ষয় থরে থরে ঝংকারে।।

অবিশ্বাসের অন্ধকারে বিচার হল তরু
ভালোবাসা আর প্রতিহিংসার দ্বন্দ্ব চলে সরু
ধীরে ধীরে জাতির হৃদে রক্ত ঝরে জনু
মুক্ত মনের চর্চা হল তখন থেকেই শুরু ।।

শাহবাগের ঐ আন্দোলন আদেশ করে সাবাড়
বিচার সভার ইমান হল রাজনীতিরই পাহাড়
সত্য মিথ্যা কেউ জানেনা সন্দেহেরই আচার
একে একে রাঘব বোয়াল সবাই গেলো বাহার।।

বেচে আছে দেশটি এখন চেতনারই জোরে
মুক্তিযুদ্ধ নিয়েই জাতি ভাসছে গঙ্গা জলে
গণতন্ত্র বিকাশ হবে সোনায় মোড়া রথে
নৌকা চলে দেশে এবার পূর্ন গতির স্রোতে।।

হবুর দেশে এখন, কেউ জানেনা কখন
কোথা দিয়ে আসবে জুজু কেউ মানেনা মগন
জুজুর দল ত ধেয়ে আসবে হাতে নিয়ে সমন
এইত যখন দেশ,
বিশ্বামিত্র দেখছে চেয়ে কখন কোথায় করতে হবে বমন
কেউ জানেনা শত্রু-মিত্র, কুরুক্ষেত্র, জগৎকর্তা কখন করবে দহন।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.