নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

নিকারাগুয়ায় মার্কিন নিষেধাজ্ঞা

১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:২৪

মানাগুয়ায় কেউ কথা বলছে না,
চলছে এক অজানা নিশ্চুপ নীরবতা,
চলছে গুজবের অবাধ প্রবাহ,
ড্যানিয়েল অর্তেগার মনে এক সাগর শূন্যতা।
সশব্দে বজ্রপাতের শব্দ কেউ শুনছে না,
শ্রবণে এসেছে এক অসভ্য অক্ষমতা
চলছে লঙ্ঘিত মানবতার প্রদাহ
এন্থনি ব্লিংকেনের কণ্ঠ জুড়ে এসেছে এক নব্যতা।

নিকারাগুয়ায় সরকার মানছে কি মানছেনা
দিগন্ত জুড়ে লেগেছে সময়ের প্রাপ্যতা
মার্কিনীরা চারিদিকে ঝুলাচ্ছে নিষেধাজ্ঞা প্রগাঢ়
বিশ্বে কি আসছে এক অভিনব প্রদীপের বর্নচ্ছটা?
দেশে দেশে গণতন্ত্র আর চলছেনা
চলছে অসাম্য, গুম, হত্যা, কণ্ঠরোধের নাব্যতা
মানুষের মনে চলছে কষ্টের হিমবাহ
স্বৈরতান্ত্রিক দুর্বৃত্তদের মৃত্যু হোক, এটাই কাম্যতা।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

জ্যাকেল বলেছেন: আমেরিকার নিয়ন্ত্রিত এক চোখ। তাই সে যেখানে ন্যায়বিচার ভুলন্ঠিত হয়েছে এবং আমেরিকান করাপ্টদের স্বার্থও ভুলন্ঠিত হইয়াছে ওই জায়গায় নিষেধাজ্ঞা/খড়গ দেখা যায়।

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.