নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা পথিক

অচেনা মায়া

সবার উপর এ মানুষ সত্য।।

অচেনা মায়া › বিস্তারিত পোস্টঃ

মোবাইল নাম্বার বের করুন সহজেই ! B-) B-)

২৯ শে জুন, ২০১২ দুপুর ২:০৯

আমরা যারা নতুন সিম কিনি সময় স্বল্পতা অথবা বিভিন্ন কারন এ সিম এর নাম্বার টা মখুস্ত করা সম্ভব হয় না । এর ফলে ফ্লিক্সেলোড করতে যাইলে অথবা কাউকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে বিব্রতকর অবস্থাই পরতে হয় X(X(। নিচের কোডগুলো ডায়াল করে সহজেই নিজের মোবাইল এর নাম্বার বের করতে পারবেন। নিম্নে অপারেটর ভেদে কোড গুলা দেয়া হল ।

Gp - prepaid user- *111*8*2#

Postpaid user- *111*8*3#

Robi - *140*2*4#

Banglalink -*666#

Airtel -*121*6*3#

citycell জানি না। কারো জানা থাকলে জানাবেন:D

বি.দ্র : উপর এর কোড গুলা তে কোনরকম চার্জ প্রযোজ্য নই ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৯

মনিং_ষ্টার বলেছেন: জিপি: - *২#

বাংলালিংক: - *৫১১# বা *৬৬৬*৬*৩#

টেলিটক: - টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে

২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৪

অচেনা মায়া বলেছেন: gp তে একটি # বেশি ছিল , বাংলালিংকে *666# ও কাজ করে , টেলিটক এর জন্য কল করুন 1515 নাম্বারে।
ভুল গুলো দৃষ্টিগোচর করার জন্য ধন্যবাদ ।

২| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৭

নাম দেবো না বলেছেন: ১ম ভাললাগা দিলাম।

রবি ছাড়া বাকী গুলো আগেই জানতাম:)

২৯ শে জুন, ২০১২ বিকাল ৪:২৮

অচেনা মায়া বলেছেন: ১ম ভালোলাগা পাই খুশি হইলাম। :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.