![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রায় ১ মাস পর ব্লগে লিখছি। ছুটিতে দেশে গিয়েছিলাম মনে করেছিলাম দেশের আনন্দ ব্লগের সবার সঙ্গে ভাগাভাগি করব।
কিন্তু শারজাহ্ এয়ার পোর্টে আমাদের কে এই "বাঙ্গালী
ইধার জাও, ইধার আউ" বলে তাচ্ছিল্য করে ডাকা হচ্ছে। এর পর এয়ারক্রাফট এ উঠে সাক্ষাত পেলাম ২ ইণ্ডিয়ান ক্রু। একজন ছেলে একজন মেয়ে, এরাও মসকরা সুরে কথা বলা শুরু করল।
যা অন্য এয়ার লাইন্সে এরকম মসকরা দেখা যায় না। যাই হোক সঠিক সময়ে ঢাকায় পৌছালাম।
১লা জানুয়ারীতে ফেরার সময় এয়ার আরাবীয়াতে ক্রুদের ব্যবহার ভালই পেলাম। কিন্তু যখন আবার শারজাহ্ এয়ারপোর্টে আসলাম শুরু হলো দূরব্যবহার। এবার "বাঙ্গালী ছাগল" বলে সম্বধন করা হল, এখানে একটি কথা বলে রাখা ভালো: আমরাও হুরোহুরী করি এবং লাইন দাঁড়াতে পচ্ছন্দ করি না, তাই বলে একটা ইন্টারন্যশনাল এয়ারপোর্টে ছাগল বলে দুরব্যবহার করতে পারেনা।
আবার বাঙ্গালীদের জন্য কিছু নিয়ম আছে যা অন্য জাতির জন্য নেই।
বাংলাদেশী নতুন হোক আর পুরোণো হোক সবাইকে আই (চোখ) ইস্কানিং করতে হয়। আই ইস্কানিং করার পূর্বে একটা পেপারে নিজের নাম, পাসপোর্ট নং, জাতীয়তা লিখতে হয়, এই পেপার টা ওরা প্লেনের মধ্যে দিতে পানে কিন্তু দেয় না। পেপারটা লিখার কোন টেবিল বা ঐজাতীয় কিছু নাই যেখানে লিখবে। আই ইস্ক্যানিং করার সময় বেশী খারাপ ব্যবহার করে।
আর একটা জিনিস খেয়াল করলাম: এয়ার আরাবীয়াতে বেশীর ভাগ নতুন লোক আসে, যারা আরবী ইংলীশ ভাষা যানেনা। না বুঝলে যে খারাপ ব্যবহার করতে হবে তা তো ঠিক না।
শারজাহ্ এয়ারপোর্টের লোক জানে বাংলাদেশীরা এখানে লেবারের কাজ করতে আসে। এক্সজিকিউটিভ শ্রেণীর লোকেরা একবার যারা এয়ার আরাবীয়াতে চড়ছে তারা কোন দিন চড়বে না, ভাড়া কম বলে আমিও চড়েছিলাম।
এই ব্লগের মাধ্যমে সবাইকে বলতে চাই কেউ যদি U.A.E. আসেন Air Arabia-তে অবশ্যই না। হয়তো আপনারা বলতে পারেন প্রতিবাদ করেননি কেন? কার সঙ্গে কাকে নিয়ে প্রতিবাদ করব। তবে বেশীর ভাগই ভীষণ কষ্ট বলতেছিল পয়সার জন্য বিদেশে আইসা খারাপ ব্যবহার পাইতেছি।
আজ এপর্যন্তই।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯
বুমবুম বলেছেন: এ আর নতুন কি?
আমরাও কম না।আমার ফ্রেন্ড থাইল্যান্ড থেকে ফিরতেছিলো।প্লেন ভর্তি বাংলাদেশী।উনাদের একজন পানি চাইলো এয়ার হোস্টেসের কাছে।বেশ কয়বার বলার পরেও বেচারি বুঝে নাই!তখন তিনি বললনে ঐ খা*** মা*** পানি দে পানি।বুঝস না?সাথে সাথে পাশের সবকয়টা বাংগালী হেসে উঠলো!!!!!!!!এখন বুঝেন অবস্থা!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৬
অশ্ব ডিম্ব বলেছেন: "লাইন মানে না, তাড়াহুড়া করে" এটা কি খুব ভাল জিনিস?
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৭
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আমি সারজা থাকি। ভাই এয়ার আরাবিয়ার চেয়ে সোহাগ ভলভর সার্ভিস অনেক ভাল। আমরা যারা যাই আসি তারা এয়ার আরাবিয়াতে যাই না আশিও না। সালারা খাটি সোনার মত খাটি চাঁড়াল। ার ভাই দুবাই এয়ারপোর্ট ব্যবহার করবেন।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫
মানব ও মানবতা বলেছেন: শুধু কি এই?? এয়ার আরাবিয়াতে খাওয়াও দেয়না। পুরো যাত্রাপথে ওরা পানি, চা, কফি কেক বিস্কুট বিক্রি করে....
দোহা, শারজাহ, ঢাকা- পুরো যাত্রাপথ না খেয়ে ছিলাম। টিকেট একটু কম দাম বলে কি একটু পানি কেক ও দিতে পারে না??
আমিও সেবার তওবা পড়েছি, এয়ার আরাবিয়ায় আর না।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৩
মোশারফ হোসেন শামীম বলেছেন: Air Arabia'r ভাড়া কম কোথায়? ২২,০০০/- থেকে ২৫,০০০/- টাকা। এই ভাড়ায় আপনি fly dubai, GMG, Biman ইত্যদি flight ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪
এম এম কামাল ৭৭ বলেছেন: পড়ে খুব খারাপ লাগলো।