নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমীশরী

I like to read

জমীশরী › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণ কেনার সময় খেয়াল করুণ

০৮ ই মে, ২০১২ দুপুর ১২:০১

আমরা সবাই জানি স্বর্ণ একটি মূল্যবান ধাতু। আমরা যখন স্বর্ণ কিনি তখন সবাই ভাবী ঠকলাম কি-না। যদিও এ তথ্যটি আমাদের দেশে কতখানি প্রযজ্য হবে জানি না । স্বর্ণ সাধারনত: ২৪,২২,২১ ও ১৮ ক্যরেটের হয়ে থাকে।

২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর

২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর

২১ ক্যারেট=৮৭.৫০% পিউর

১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর

এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখন কোন স্বর্ণের অর্ণামেন্টস খরিদ করবেন, তখন সেই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। চেনের হুকে খোদায় করা থাকে।



জানিনা ঢাকা চট্টগ্রামের বড় বড় জুয়েলারী সপে এগুলি থাকে কি-না। তবে পৃথিবীর বড় বড় শহরের স্বর্ণের দোকানে আপনি এগুলি দেখতে পাবেন।

কারণ তারা স্ট্যনডার্ড ও কোয়ালিটি মেনে চলে।

মন্তব্য ১৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১২ দুপুর ১২:০২

অর্ফিয়াস বলেছেন: জানলাম। বাট যে অবস্থা স্বর্ন কেনা আমাদের পক্ষে সম্ভব নয় নিতান্ত দায়ে না পরলে।

২| ০৮ ই মে, ২০১২ দুপুর ১২:২৪

তাহানিয়া বলেছেন: ভােলা লাগলো

৩| ০৮ ই মে, ২০১২ দুপুর ১২:৩৭

সািকল খান বলেছেন: আমার একখানা লিখা ছিল

স্বর্ণের ক্যারেট বলতে কি বুঝি (১০/১৪/১৮/২০/২২/২৪ ক্যারেট)?

৪| ০৮ ই মে, ২০১২ দুপুর ১২:৪৬

অপরাজিতার কথা বলেছেন: আর ক'টাদিন আগে জানলে উপকার হত।তারপরো ধন্যবাদ।

০৮ ই মে, ২০১২ দুপুর ১:১১

জমীশরী বলেছেন: কেন ঠকছেন নাকি?

৫| ০৮ ই মে, ২০১২ দুপুর ১২:৪৮

শামীম 776 বলেছেন: বিষয়টা জেনে ভালো লাগলো।

৬| ০৮ ই মে, ২০১২ দুপুর ১:২৩

মুক্তকণ্ঠ বলেছেন: ভাই, পিতল বা প্লাস্টিকের ক্যারেট-ফ্যারেট কী আছে বলেন! সোনা ২৪ ক্যারেট হইলেই কী আর ৪০ ক্যারেট হইলেই কী!

৭| ০৮ ই মে, ২০১২ দুপুর ১:৫৬

প্রকৌশলী আতিক বলেছেন: সোনার মাপ বুঝিনা। তোলা আর ভরির হিসাব টা বলেন।

০৮ ই মে, ২০১২ দুপুর ২:১১

জমীশরী বলেছেন: ১১.৪ গ্রামে = ১ ভরি (অনুমান) ১১.৫ হলে একটু বেশী হয়। তোলার আমিও বুঝি না

৮| ০৮ ই মে, ২০১২ দুপুর ২:২৮

ফারজুল আরেফিন বলেছেন: ++++++

৯| ০৮ ই মে, ২০১২ দুপুর ২:৫০

চলতি নিয়ম বলেছেন: ++

১০| ০৮ ই মে, ২০১২ বিকাল ৩:৩৬

বিদ্রোহী সত্ত্বা বলেছেন: ++++

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২০

জুবায়েল বলেছেন: :( Gold is gossip of golden past .

১২| ১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

সরকার আলী বলেছেন: ৬ রতি = ১ আনা,
১৬ আনা = ১ ভরি,
১ ভরি = ১১.৬৬ গ্রাম = ১ তোলা = ১৮০ গ্রেইন = ০.৩৭৫ ট্রয় আউন্স।


ছবির একেকটি মুদ্রার ওজন ১ তোলা হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথা চালু করে।

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বিষন্ন একা বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.