নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনই সময় ধূমপান বর্জনের..........

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না

শিশিরের শব্দ

ভালোবেসে আমি কোন ভুল করিনি।তুমি বোঝোনি,তাই ঠকেছো।

শিশিরের শব্দ › বিস্তারিত পোস্টঃ

পেসমেকার এবং এর প্রতিস্থাপন

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৬

হৃৎপিন্ড বা এর উপকারিতা নিয়ে আসলে বলার কিছু নেই।তবুও একটু বলি,সারা দেহে রক্ত পরিবহনের মাধ্যমে পরোক্ষভাবে সকল সিস্টেমই নিয়ন্ত্রণ করে এই হৃৎপিন্ড।

হৃৎপিন্ডের ৪টি প্রকোষ্ঠ।২টি অলিন্দ,২টি নীলয়।সাধারণভাবে,একটি বিশেষ কোষ বা কোষসমগ্র,যা স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিন্ডের সর্বত্র স্পন্দন ছড়িয়ে দেয়,তাই পেসমেকার।সাধারণভাবে,পেসমেকার হল 'সাইনোঅ্যাট্রিয়াল নোড',যা ডানঅলিন্দে যেখানে সুপিরিয়র ভেনাক্যাভা উন্মুক্ত হয়,তথায় অবস্থিত।

আর এই পেসমেকারের বিকল্প হিসাবে যে পকেটঘড়ির আকারের যন্ত্র ব্যবহৃত হয়,তা পর্যায়ক্রমিক তড়িৎ সংকেত নির্গমনের মাধ্যমে হৃৎপিন্ডের যান্ত্রিক সংকোচন ত্বরাণ্বিত করে।এটি ২ধরণের হতে পারে।যদি যন্ত্রটি বক্ষপিন্জরের দেয়ালে তড়িৎ সংকেত পরিবহন করে,তবে সেটি হল ট্রান্সকিউটেনাস পেসমেকার।আর যদি এটা দেহের ভিতরে স্থাপিত ইলেকট্রোডের মাধ্যমে কাজ করে,তাকে অন্তঃস্থ/প্রতিস্থাপনযোগ্য পেসমেকার বলে।পেসমেকার সাধারণত ব্যবহৃত হয় ধীরগতির হৃদস্পন্দন,বিভিন্ন হার্টব্লক যেমন বাই ফ্যাসিকুলার ব্লক সাথে ফার্স্ট ডিগ্রী হার্ট ব্লক,সিম্পটমিক সেকেন্ড ডিগ্রী হার্টব্লক,থার্ড ডিগ্রী হার্ট ব্লক,ক্যারোটিড সাইনাস হাইপারসেন্সিটিভিটি এবং ট্যাকিব্র্যাডি সিনড্রোম এ।সাধারণত যদিও এটি ব্যবহৃত হয় ট্যাকিঅ্যারিথমিয়াতে।

সকল আর্টিফিশিয়াল কার্ডিয়াক পেসমেকারে একটা পাল্‌স জেনারেটর(এটি একটি যন্ত্র যা নির্দিষ্ট বিরতিতে তড়িৎসংকেত প্রেরণ করে বিশেষজ্ঞের প্রেসক্রিপশন অনুযায়ী),ইলেকট্রিক্যাল লিডস(যা মায়োকার্ডিয়ামে ইমপাল্‌স প্রেরণ করে)এবং একটি ব্যাটারী(যা সাধারণত লিথিয়াম আয়োডাইটের তৈরী)।

আর্টিফিশিয়াল পেসমেকার সাধারণত পেক্টোরালিস মেজর মাসলের নিচে স্থাপন করে হয়।একটা ইলেকট্রোড ক্যাথেটার যা স্কিনকে ছেদ করে অ্যাক্সিলারি ভেইন,ব্রাকিওসেফালিক ভেইন,সুপিরিয়র ভেনাক্যাভা,ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে শেষ হয় যেখানে এটা হৃৎপিন্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে।

এভাবে আর্টিফিশিয়াল পেসমেকার প্রতিস্থাপনের মাধ্যমে ইমারজেন্সি হার্টের রোগী কয়েক বছর নির্বিঘ্নে বেঁচে থাকতে পারেন।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৮

আইজউদদীন বলেছেন: :| কঠিন জিনিষ তয় ভালা বিষয় :) :)

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩

শিশিরের শব্দ বলেছেন: একটু জটিল টপিকস্ আর কি..

২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ৩:০৩

রিয়েল ডেমোন বলেছেন: মেডিকেলের ছাত্রী এজন্যেই ভীষণ রকমের ভয় পাই।

০৩ রা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৩

শিশিরের শব্দ বলেছেন: কেন?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৭

শিশিরের শব্দ বলেছেন: মাথার উপর দিয়ে গেল নাকি? :|| :||

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫২

রিয়েল ডেমোন বলেছেন: আমাদের লেখা কফিশপ গল্পটিতে আছে কেনর উত্তর।

০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৫

শিশিরের শব্দ বলেছেন: পড়েছি কফিশপ।মনে হল চোখের সামনে ঘটতে দেখছি।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০২

নিভৃত ভালবাসা বলেছেন: রিয়েল ডেমোন বলেছেন: মেডিকেলের ছাত্রী এজন্যেই ভীষণ রকমের ভয় পাই।

০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৫

শিশিরের শব্দ বলেছেন: কেন?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৪

কাউন্সেলর বলেছেন: জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আপনি কি মেডিকেল স্টুডেন্ট কি না। উত্তর পেয়ে গেছি।

আপনার পোস্ট প্রিয়তে নেয়ার চেয়ে আপনার ব্লগ প্রিয়তে নিতে পারলে বেশি সুবিধা হতো।

জানতে চাই বলে শেয়ার নিলাম,

০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩

শিশিরের শব্দ বলেছেন: বলার ভাষা পাচ্ছিনা =p~ =p~

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৬

আবদুর রহমান (রোমাস) বলেছেন: কঠিন কথা মাথার ২" উপ্রে দিয়া যায় ;)

০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৮

শিশিরের শব্দ বলেছেন: :|| :||

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩২

কাউন্সেলর বলেছেন:

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩১

শিশিরের শব্দ বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

জর্জিস বলেছেন: সামনে কি আইটেম না কার্ড ফাইনাল??

বাই দা ওয়ে...হ্যাপি বার্থ ডে

০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩২

শিশিরের শব্দ বলেছেন: ২টাইধন্যবাদ

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯

ঘুমরাজ বলেছেন: B:-) B:-) B:-)
হ্যাপি বার্থ ডে !:#P !:#P

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৫

শিশিরের শব্দ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.