নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..

একলা পাখি

অতি সাধারণ একজন মানুষ...

একলা পাখি › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া ,সুলতানা'স ড্রিম (SULTANA'S DREAM) এবং কিছু কথা ..

২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

*"এ যুগের সুবিধাভোগী নারীদের চেয়ে প্রাচীনকালের সুবিধাবঞ্চিত নারীগণ অনেক এগিয়ে"* তবে পুরষেরা তাদের সমকক্ষতাও অর্জন করতে পারেনি ,,,, একলা পাখি





কথাটি কেন বললাম তা নিয়ে কিছু বলার আগে আপনাদের সামনে বাংলার সর্বকালের শ্রেষ্ঠ নারী বেগম রোকেয়া শাখাওয়াতের লেখা সুলতানা'স ড্রিম বইটি নিয়ে কিছু কথা বলি .........



-বিদ্যা দুর্ভিক্ষের কালে রবীন্দ্রনাথ ঠাকুরের আক্ষেপ ছিলো বিজ্ঞানসভার অক্ষমতা নিয়ে । তাই তিনি বলেছিলেন ......


"আমাদের যাহা নাই তাহার জন্য আমরা রাজদ্বারে ধন্না দিয়া পড়ি এবং চাঁদার খাতা লইয়া গলদঘর্ম হইয়া বেড়াই ,,, কিন্তু যাহা আছে , তা থেকে কেমন করিয়া কাজে লাগাইতে হইবে , সে দিকে আমরা দৃষ্টিপাত করিব না। আমাদের অভাবের মাঝখানে এই যে বিজ্ঞানসভা ঘুমাইয়া পড়িয়াছে ইহার কি ঘুম ভাঙ্গাইবার সময় হয় নাই ।"



রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে দেশে বিজ্ঞান চর্চার দুরবস্থা দেখে এই লেখা যখন লিখেছেন ,, সেই একই সময় ভাগলপুরে বসে বেগম রোকেয়া লিখেছিলেন তার অসাধারণ রচনা "( Sultana's Dream ) 'সুলতানা'স ড্রিম ।



এই বইটি ১৯০৮ সালে প্রকাশিত হয় । যেখানে বেগম রোকেয়া 'সোলার এনার্জি , এয়ার ওয়ে , ওয়াটার ফ্রম আর্চিমসফিয়ার , ইত্যাদি বিষয় তার কল্পকথা রচনা করেছেন ।

খুব অবাক লাগে যে, প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত , স্বশিক্ষিত একজন অন্তঃপুর বাসিনী কি অসম্ভব বিজ্ঞানকল্পনায় এসব ভাবনা ভেবেছেন ।


১৯০৫ সালে রচিত 'সুলতানা'স ড্রিম ইংরেজিতে সুলিখিত এক কল্পকাহিনী । এখানে তিনি এক নারীস্থানের দ্বিবা স্বপ্ন দেখেছেন । যেখানে নারীর শাসন প্রত্যক্ষ । নারী নয় পুরুষই অন্তঃপুর বাসি । গেরস্থালির কাজ করে পুরুষ আর ঘরের কাজ করে নারী । এই নারীস্থানে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ান "সারা" নামের এক মহিলা । এভাবেই তিনি আবিষ্কার করেন এই নারীস্থানের বিজ্ঞান আবিষ্কার ।



তার নিজের ভাষায় " I found no smoke , nor any chimney either is kitchen, it was clean & bright ; The windows were decorated with flower garlands . There was no sign of coal or fire .

How do you cook ? I asked with solar heat , She said ,at the same time showing me the pipe , through which passed the concentrated sunlight & heat .




তিনি আরও বলেন " You need not be afraid of comming across a man here .This lady land Free from sin & harm;."

পুরুষ কোন ক্ষতি করতে পারেনা নারীর ।কেননা নারীর ক্ষমতায়ন হয়েছে উচ্চতর শিক্ষা আর গবেষণায় । এই জ্ঞান দিয়েই নারীরা আবিষ্কার করেছে কিভাবে সূর্যের তাপ ব্যবহার করে রান্না করা যায় , কিভাবে শত্রুকে দমন করা যায় । বাতাস থেকে পানি বের করা যায় এবন কি বায়ুযানে চড়ে এক স্থান থেকে আর এক স্থানে ভ্রমন করা যায় ।



বেগম রোকেয়ার কল্পনাশক্তি সত্যিই অভিভূত হবার মতই । কেননা তিনি যখন এসব লিখেছেন তখন তিনি এরোপ্লেন দেখেন নি । ১৯৩০ সালে তিনি একটা ছোট হেলিকপ্টারে চড়ার সুযোগ পান ।



তারপর তিনি বলেন -- "২৫ বছর পুর্বে লিখিত সুলতানার স্বপ্নে বর্ণিত বায়ুযানে আমি সত্যিই বেড়াইলাম (তার নিজের লেখা এক নিবন্ধের নাম - "বায়ুযানে পঞ্চাশ মাইল সফলস্বপ্ন)"। সেখানে তিনি আরও লিখেছেন " সুলতানার স্বপ্ন যখন লিখেছিলাম তখন এরোপ্লেন বা জেপিলিনের কোন অস্তিত্ব ছিলো না । এমনকি সে সময়ে ভারতবর্ষেই কোন মোটর কারও ছিলো না ।

বেগম রোকেয়া যখন সুলতানা'স ড্রিম লিখেছেন তখন বিশ্বব্যাপী সূর্য শক্তির ব্যবহার তেমন প্রসার লাভ করেনি । তখন কেবল মাত্র প্রাথমিক স্তরেই রয়েছে সোলার এনার্জির জীবন । কারন তখনও এই শক্তি নিয়ে অনেক গবেষণা চলছে ।



একজন অগ্রগণ্য নারী সমাজ সংস্কারক ও শিক্ষবিদ , বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন আমাদের চিন্তাজগতে যে ভুমিকা রেখেছেন তার অনেকটাই আমাদের অজানা ।

বিজ্ঞান শিক্ষার সুযোগ না পেয়েও নিজের কল্পনাশক্তিকে বিকশিত করে তিনি সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থেকে যেসব বিষয় তুলে এনেছেন আমাদের জন্য তা সত্যিই অতুলনীয় ।




যারা এতক্ষণ কষ্ট করে এই লেখাটি পড়লেন তারা অবশ্যই আর একটু কষ্ট করে সুলতানা'স ড্রিম বইটা পড়বেন । আশা করি সময়টা বিফলে যাবে না ।




আর উপরের উক্তিটি কেন করেছিলাম তা আর এখন না বললেও হয়তো বুঝে ফেলেছেন এতক্ষণে ....



ধন্যবাদ সবাইকে ......



মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০২

ল্যাটিচুড বলেছেন:

সারা বিশ্ব কাপছে আজ , বিশ্বকাপ ক্রিকেট উত্তেজনার জ্বরে ...
কোথায় আছ বাংলার দামাল ছেলে, ঘরের ভেতর লুকিয়ে ?

উড়িয়ে দাও লাল সবুজের পতাকা বাঙলার প্রতিটি ঘরে ঘরে
সারা বিশ্ব জেনে নিক, বাঙালী ক্রিকেট কত ভালোবাসে।



আসুন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সবার আগে নিজের ঘরে উড়িয়ে দেই লাল সবুজের পতাকা। আর যার যার অবস্থান থেকে সবাইকে উদ্বুদ্ধ করি।

তো শুরু হয়ে যাক লাল সবুজের পতাকা উঠানো ক্যাম্পেইন।

সাথে থাকছেন তো ...............

ক্যাম্পেইনে যোগ দিন : Click This Link

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৭

একলা পাখি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯

বল্টু মিয়া বলেছেন: ল্যাটিচুড স্পামিং করলে ডাইরেক্ট রিপোর্ট করা হবে

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮

একলা পাখি বলেছেন: সঠিক কথা বলিয়াছেন ভ্রাতা :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

আর্কভিল বলেছেন: জ্বী, এই জন্যই আব্বাস ইবন ফার্নাস, বেগম রোকেয়ার ১১০০ বছর আগে এয়ারপ্লেনের চিন্তা, ফ্লাই অ্যাটেম্পট করে গেছে কিংবা রোকেয়ার জন্মের ৪০০ বছর আগে ভিন্চি অ্যারোপ্লেনের ডিজাইন বানিয়ে গেছে।

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০

একলা পাখি বলেছেন: তারা কি আমাদের দেশের মানুষ ছিলো ..???

কিন্তু আমাদের দেশের একটি সুবিধাবঞ্চিত মেয়ে সোলার এনার্জি ব্যবহারের মাধ্যমে সুন্দর রান্না ঘরের স্বপ্ন দেখেছে সেই প্রাচীন কালে এটাই কি অনেক বড় কিছু নয় ।

থিংক পজিটিভ :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

বড় বিলাই বলেছেন: পড়েছি বইটা। ঐ স্বপ্ন যদি সত্যি হত।

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯

একলা পাখি বলেছেন: সত্যি হলেও ভাল আবার না হয়েও ভালই হয়েছে :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫

কর্নেল ব্লেড বলেছেন:


১৮+ PHD কমিক্স : মেহেরজান :P:P:P:P

২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩

একলা পাখি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.