![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তমা আপু মেট্রিক পরিক্ষা দিয়ে উচ্চ শিক্ষার জন্য মাত্র কলেজে পা রাখছেন!! এরিমধ্য বিয়ের আলাপ আসা শুরু হয়েছিল। অহ! বলা হয়নি, তমা আপুদের বাসায় আমরা ভাড়াটিয়া ছিলাম, আমি উনার কাছে প্রাইভেটও পড়তাম, দেখতে যেমন মিষ্টি কথাবার্তাও, বয়সে বড় হলেও আমার ক্রাশ ছিলেন তমা আপু। উনার বাবাও বিয়ে দেওয়ার জন্য একপায়ে খাড়া!! মেয়ের বাবা বিয়ে দিতে রাজি, বিয়ের আলাপও অহরহ আসছে; কিন্তু বিয়ে হচ্ছেনা।কারণ কি?? কারণটা হলো কোরবানির গরু ক্রয় করার জন্য যেভাবে গরুর লেজ টেজ তুলে দেখা হয়, টিক এভাবে আমাদের সমাজে কন্যা দেখা হয়!! -তা যাইহোক; তমা আপুর বিয়ের একটা আলাপ আসছে, আমার বয়স তখন ১৬ প্রায়, টুকটাক বুঝতে শিখেছি; শরীরে কারেন্ট অল্প অল্প ছিল। তমা আপুর ঢাকা থেকে ভালো একটা সম্মন্ধ আসছে; বিকেল ২টা নাগাদ বর পক্ষ এসে পৌছাবে, আজ তারা কনে দেখতে আসছে, এর আগে অবশ্য এক ধপা পিকচার দেখা শেষ, আজ আসছে সরাসরি দেখার জন্য! তমা আপুর আব্বু খুব সিরিয়াস, কোনোভাবে মেয়েটাকে বিয়ে দিতে পাড়লে শান্তির শ্বাস ফেলবেন!! খুব সুন্দর করে কনে সাজানো হয়েছে, তমা আপুকে নীল শাড়িতে অপরুপ দেখাচ্ছে; পেছনে দুটা পাখনা লাগালেই নীল পরী। আজ মনে হয় তমা আপুর বিয়ে টিক হয়েই যাবে, কিন্তু আমিও যে আপুকে ভালোবাসি, ভাসলে কি হবে? বয়সে বা পড়ালেখায় তো উনি আমার সিনিয়র, আমাদের সমাজের কিছু মনগড়া নিয়ম আছে আমার তো তা মানতে হবে, এসব চিন্তা করে নিজে নিজে নার্ভাস হয়ে চোখের পানি মুছে ফেললাম!! এরমধ্য বর পক্ষ এসে গেছে, বরের মা-বাবা,ভাই-ভাবী,বোন-দোলাভাই,মামা-মামী সহ সব্বাই আসছে!! কনের আম্মু আল্লার হাউলা করে বর পক্ষের সামনে কন্যাকে হাজির করলেন!! এবার দেখা শুরু; ভালোভাবে দেখেশুনে নিতে হয়,এরকম একটা ভাব নিয়ে বরের ভাবী সামনে আসলেন; এসে চুল একটু নেড়েচেড়ে দেখলেন এক্সট্রা চুল কিনা, এরপর লম্বা কতটুকু দেখার আগে জোতা উচু কিনা দেখে নিলেন, তারপর হাআ করিয়ে ডাক্তারদের মতো দাত টিক আছে কিনা দেখলেন, এবার উনি গুরুগম্ভীর ভাব নিয়ে বসলেন, আসলেন বরের চাচী; এসেই একটু পানি হাতে নিয়ে মুখে ঘষাঘষি করে দেখলেন ময়দার পরিমাণ কতটুকু! গায়ের রং আসল না নকল! এরপর বরের বোন এসে বললেন একটু হাটেন দেখি; হাটা দেখে এমনভাবে দীর্ঘশ্বাস ফেললেন, যেনো বলছেন; যাক ভাবা মেয়েটা পঙ্গু না!! এবার আসলেন বরের মা, ভাবটা এমন ছেলের জন্য নেবো; একটু দেখেশুনে নেওয়া উচিৎ!! তয় উনি যা করলেন আমরা দেখে অবাক!! তিনি গিয়ে কচাং করে ভ্রুতে টান দিলেন; তমা আপু উফ করে উঠলেন!! তারপর বরের মামীর দিকে তাকিয়ে বললেন না ভ্রু টিকিই আছে; এক্সট্রা নয়!! বরের দোলাভাই একটু দূষ্টামি প্রশ্ন করে দেখলেন মেয়েটা বোবা কিনা, দেখা শেষ!! এবার সব্বাই ছেলেকে উদ্দ্যেশ্য করে বললেন মেয়ে পছন্দ হলে আংটি পড়া; আল্লার হাউলা মেয়ে পছন্দ হয়েছে ভাব নিয়ে বর আংটি পড়াতে যাবেন; এমন সময় তমা আপু বাধ ভাংগা আওয়াজ দিয়ে বললেন থামুন! মাত্র তো বরের পক্ষ থেকে দেখা শেষ হলো, আমার পক্ষ থেকে দেখার আগেই আংটি পড়ানোর প্রসঙ্গ আসলো কেন?? আমার তো জানতে হবে ছেলে পতিতালয়ে যেয়ে যেয়ে এইডস রোগ বাধিয়েছ কিনা; ডিএনএ রিপোর্ট নিয়ে আসবেন, সাথে ছেলের মুসলমানি হয়েছে কিনা পেনিসের পিকচার দেখিয়ে তারপর আংটি পড়াবেন, এবার যান আল্লার হাউলা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
jobrul islam habib বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
jobrul islam habib বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: সাহসী লেখা।