নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

jobrul islam habib

jobrul islam habib › বিস্তারিত পোস্টঃ

সারাজীবন যে একাকীত্ব আমার সাথী থাকবে; তা কিন্তু না :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

আমি সারাটাজীবন কিন্তু নিয়ম করে একা একা ঘুমোতে যাবনা?? একদিন টিকিই তুমি আমার পাশটায় থাকবে!!

আমি কিন্তু সারাটাজীবন এরকম করে সভ্য থাকবো না, কোনো এক রাতে তোমাকে পাশে পেয়ে আমি খুব অসভ্য হয়ে যাবো।

আমি যে সারাটা জীবন সুস্থ মস্তিস্কের থাকবো, তা কিন্ত না!! কোনো এক গভীর রাতে তোমার ঘন গরম শ্বাস আর চুলের ঘ্রাণে আমি পাগল হয়ে যাবো, এতটাই পাগল হয়ে যাবো যে, তুমি বিরক্ত হয়ে বলবে; হাবিব এবার ছাড়ো তো। পাগল একটা!!

আমি সারাটা জীবন যে দেড়িতে ঘুম থেকে উঠবো, তা কিন্তু না। কোনো একদিন তোমার ঘুম ঘুম চেহারা আর এলোমেলো চুল দেখার জন্য খুব ভোরে উঠে যাবো।

আমি যে সারাটা জীবন কষ্ট করে একা একা টাই পড়ে ক্লাসে যাবো, তা কিন্তু না। কোনো একদিন তুমি আমায় টাই বেধে দিবে, আমি তোমার চোখের দিকে তাকাতে তাকাতে দূষ্টামি শুরু করে দেবো, তুমিও দূষ্টামি করে বলবা; এই ছাড়ো ছাড়ো বাবু সব দেখতেছে বলেই দৌড়ে পালাবে। আমিও নাছোড়বান্দার মতো পিছু পিছু যেয়ে তোমাকে কোলে তুলে নেবো, তুমি লজ্জায় দু-হাত দিয়ে মুখটা ঢেকে নিবে। অফিসের টাইম চলে যাচ্ছে বলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যাবো, হটাৎ পিছনে তাকিয়ে দেখবো তুমি মুখ ভারি করে দাঁড়িয়ে আছো, আমি আবার ফিরে যাবো তোমার কপালে আলতো চুমো একে ষোলআনা বুঝিয়ে দেবার জন্য ।

আমি যে সারাটাজীবন একঘেয়ের মতো তোমাকে ভালোবাসে যাবো, তা কিন্তু না। মাঝেমাঝে খুনশুটি করে তোমাকে রাগিয়ে মুখ লাল করে ফেলবো, কখনো কখনো তোমার হাজার অবদার পূরণ না করে বুঝিয়ে শুনিয়ে ঝুলিয়ে রাখবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.