নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

jobrul islam habib

jobrul islam habib › বিস্তারিত পোস্টঃ

ভাষার সাথে ভালোবাসা চাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

আজ শপ্নে দেখলাম; সালাম, বরকত, রফিক, জব্বার সব্বাই মিলে আমার বাসায় আসছেন।
- বসদের দেখে অবশ্য খুশি হইছি; কিন্তু সব্বার হাতে একটা করে লাঠি দেখে আমি প্রায় আহত হয়েছিলাম।তাদের পড়নে ছিল লাল পাঞ্জাবি,আমাকে ও একটা লাল পাঞ্জাবি হাতে ধরিয়ে দিয়ে বললেন; তদের এখানে সবুজ ঘাসে ঘেরা মাঠ আছে??
-হা আছে।
-চল আমাদেরকে নিয়ে।
গেলাম বসদের সাথে মাঠে,সব্বার পড়নে লাল পাঞ্জাবি, আর চারদিকে সবুজ ঘাস; যেনো লাল সবুজের পতাকা।
--তারা সব্বাই আমাকে ঘিরে বসছেন, আমি মাঝখানে, ভাবটা এমন; আমি যেনো পালাতে না পারি।
--সালাম আমাকে প্রশ্ন করলেন; চলতি মাসের নাম কিরে?
- February মাস চলতেছে বস।
-কথাটা বলার সাথে সাথেই সব্বাই মিলে আমাকে ৩ মিনিট বাজারি পিটান দিলেন,
--এবার বরকত বললেন; ১২ মাসের নাম জানছ??
- হ্যা জানি বস। বলবো নাকি?
- হ বলতো দেখি।
-জানুয়ারী ফেব্রুয়ারি,অতপর সাথে সাথেই কিল তাপ্পর লাথি।
- এবার রফিক বললেন; আজ যেনো কত তারিখ?
- 21 February বস।
-অতপর আরো একটু সময় চুপ্রানি দিয়ে বললেন; তদের মথায় কোন শালা ডুকিয়ে দিছে যে,কত তারিখ জানতে চাইলেই ইংরেজী তারিখ বলতে হবে,আর সিনিয়রদের জনাব না বলে বস বস ডাকছ কেন; উত্তর দে হারামি প্রজন্ম।
--এবার জব্বার বললেন; তরে এতক্ষণ ধুলাই দেওয়ার কারণ কি বল?
--আমি কাঁদতে কাঁদতে বললাম; Ans গুলা Bengali language এ দেওয়া আমার উচিৎ ছিল, I'm sorry bro,
--অতপর সব্বাই রেগে গিয়ে আমার মাথা বরাবর লাঠি আঘাত করে বললেন; আবার আধা ইংলিশ আধা বাংলিশ!! তদের মতো হারামি প্রজন্মের গুষ্ঠি কিলাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.