![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন শান্তির মা মরে যাবে!
যখন শেষ মাছটি খেয়ে ফেলা হবে, যখন শেষ বিন্দু পানিও বিষাক্ত হয়ে যাবে,
যখন শেষ ডাক্তার ও মরে যাবে,
যখন শেষ কৃষক তার চাষ করা ছেড়ে দিবে !!
তখন কি আমরা সবাই টাকা খেয়ে জিবনকে যাপন করতে পারবো ?? নাকি তখন বালের টাকা মূল্যহীন হয়ে যাবে ??
- তখন কি আমরা বুঝবো টাকাই পৃথিবীর সবকিছু নয় ?? টাকার জন্য সবকিছু করা আমাদের উচিৎ নয়, টাকা আমাদের মনে প্রশান্তি এনে দিতে পারেনা, টাকা খুজাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিৎ নয়; আমাদের মূল্যায়ন করা বা খুজে বেরানো উচিৎ মানুষকে ।
কারণ, কৃষক ধান চাষ না করলে টাকা দিয়ে চাল পাওয়া যেতো না, মানুষ গাছ রোপণ না করে সব কেটে ফেলা শুরু করলে টাকা দিয়ে ফল ফুলের স্বাদ পাওয়া যেতো না, মানুষ চিকিৎসা বিজ্ঞান চর্চা করে ডাক্তার না হলে আমরা টাকা দিয়ে রোগ থেকে রেহাই পেতাম না । সবকিছুর মূলে মানুষই তো , তাই না ?? মানুষকে ভালোবাসলে, মানুষের কল্যান কামনা করলে, অপরের সুখেদুঃখে যতটুকু সম্ভব সাহায্য করলে টিকিই শান্তির মা অমরত্ব লাভ করবে ।
আমরা টাকার জন্য মানুষ খুন করি, মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টারে হয়রানি করি, অপমান করি; টাকার জন্য কত্ত কি যে করি !!
টাকা টাকা করে আমরা পৃথিবীকে টাকা কেন্দ্রিক করে ফেলেছি; তরুণ থেকে বৃদ্ধা পর্যন্ত সবার মাথায় ঢুকে গেছে টাকাই পৃথিবীর সব,
অথচ প্রকৃতপক্ষে আমরা মানুষ একে অপরের জন্য সব।
এই যে আমরা মানুষ, এক সময় উলঙ্গ ছিলাম, অথচ আমরা এখন কত সভ্য সমাজ পর্যন্ত এসেছি, আমরা এখন কত আধুনিক হয়েছি। এই আমরাই তো মিলেমিশে এত কিছু করেছি, তাই না ??
--তাহলে এই সিয়ামের মাসে তা ও আবার প্রথম রমযানে আমার মত সহজ-সরল ছেলেকে দোকানীরা মাংসের ব্যাগে হাড্ডি আর চর্বী ধরিয়ে দিলো কেন, টাকার জন্য ??
- ফ্রেন্ডরা মিলে চানাচুর খাবার জন্য অল্প টমেটো মরিচ লেবু আনতে গেলাম কারেন্ট নাই এক সন্ধ্যাবেলা, মুরব্বী চাচা ব্যাগের মধ্য নিজের হাতে সব পচা টমেটো দিয়ে আমার হাতে ধরিয়ে দিলো কেন, আমি অন্যদের ন্যায় চাচাকে অবিশ্বাস করে নিজের হাতে টমেটো দেখে দেখে ব্যাগে নেই নি বলে ??
- ঘুমন্ত অবস্থায় আরেকজনের বালিশের নিচ থেকে ফোন চুরি করে ফেলি আমরা টাকার জন্য, কেন আমরা কি মুসলমানের বাচ্চা নয় ?? যদি ফোন চুরি করার সময় আল্লাহর ভয় না করি, তাহলে রমযানে সিয়াম সাধনা করবো কাকে দেখানোর জন্য, তেরাবির নামাজ পড়বো কাকে দেখানোর জন্য, নিশ্চয় লোক দেখানো ?? যার মানে আল্লাহর সাথে মানুষকে অংশীদার বা শিরক করা। লোক দেখানো নামাজ রোজা থেকে নামাজ রোজা ছেড়ে দেওয়া উচিৎ নয় কি ?? এতে শিরক থেকে বেচে থাকলো ??
আমরা টাকার জন্য ভুলে যাই আমরা মানুষ, ভুলে যাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরা বাসবার করি, ভুলে যাই মুসলমানরা একে অপরের ভাই, টাকার জন্য আমরা ভুলে যাই সহজ-সরল প্রেমিক-প্রেমিকাদের সেই বানী; জানু আমরা আমরাইতো, তাই না ??
©somewhere in net ltd.