![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যেদিন "মিয়া খলিফা" নিয়ে ফেইসবুকে ট্রল পড়েছিলাম, আমি নাম শুনে সেদিন ভেবে নিয়েছিলাম উনি আরবের বড় কোনো হুজুর-টুজুর কিছু একটা হবেন।
আরেকদিন দেখলাম বিভিন্ন হাসির ইমোজি দিয়ে একজন ফেইসবুকে পোস্ট লেখছেন;"আপনি কার ফ্যান সানিলিওন নাকি মিয়া খলিফার" ? আমি চিন্তা করলাম সানিলিওন যেহেতু পর্নস্টার, তার বিপরীত পজেটিভ কোনো অবস্থানে বোধহয় মিয়া খলিফা হুজুর আছেন। তাই আমি কমেন্টে লেখলাম আমি মিয়া খলিফার ফ্যান।
হটাৎ একদিন দেখলাম এক ব্রাদার ফিলিংস ফানি দিয়ে একটা গ্রুপে হিজাব পরিহিত একটা মেয়ের পিকচার দিয়ে পোস্টাইছেন; "বলেন দেখি এই মেয়েটার নাম কি" ?
এই পোস্টের কমেন্ট পড়ে আমি রীতিমতো অবাক; "সবাই হাসির ইমোজি দিয়ে লেখতেছে উনি আমাদের মিয়া খলিফা"
- আমি কিছুটা অবাক হলাম ,কারণ ঐ দিনের আগ পর্যন্ত আমি মিয়া খলিফাকে পুরুষ ভাবতাম!!
এখন দেখা যায় মিয়া খলিফা হিজাব পরিহিত একজন নারী।
কিন্তু পোলাপানের কমেন্ট পড়ে আমার কাছে মিয়া খলিফাকে নিয়ে রহস্য বেড়েই গেলো। সাথেসাথে আমি মিয়া খলিফা লিখে গুগল করলাম, তারপর ছবিতে ক্লিক করে দেখি হিজাব পরিহিত অবস্থায় মিয়া খলিফার অহরহ ছবি, মেয়েটাকে দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট মনেহয়।
তারপর উইকিপিডিয়া এবং বিভিন্ন সাইটের হেডলাইন পড়ে আমি ঘেমে গেলাম, যখন দেখলাম এই হিজাব পরিহিত ইনোসেন্ট মেয়ে একজন পর্ন স্টার।
শেষমেশ খুজে বের করলাম মিয়া খলিফার ভিডিও, ভিডিও ওপেন করে দেখি খলিফা হিজাব পরিহিত, এরপর হিজাব খুলার আগেই উনি ধীরে ধীরে কাপড় খুলা শুরু করেছেন।
তখন মনে মনে চিন্তা করলাম; হিজাব পড়লেই মেয়েরা চরিত্রবান হয়ে যায়না ।
©somewhere in net ltd.