নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখির ভুবনটা খুব প্রিয় :)

তূর্য নীল

তূর্য নীল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসায় নিজ মূল্যবোধ

২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মানুষ গুরুত্ব পেতে ভালবাসে আবার অপর দিকে গুরুত্বহীন মানুষের প্রতি কারোই কোন আগ্রহ থাকেনা।
সবচেয়ে কঠিন হলো সবার কাছে নিজের গুরুত্ব ধরে রাখা! নিজে কতটা গুরুত্বপূর্ণ সেটা সবার সামনে মেলে ধরা!
বেশির ভাগ সম্পর্কের ক্ষেত্রে আমরা ভুলে যাই যাকে ভালবেসে খুব বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, তার কাছে আমার গুরুত্ব কতটুকু?
কাওকে নিজের সবটুকু দিয়ে ভালবাসলে কোন দোষ নেই কিন্তু সব প্রকাশ করাটা মাঝে মাঝেই বোকামি হয়। সকালে খেয়েছ কিনা জিজ্ঞেস করে, সে আবার আপনার খাবারের খোঁজটা নেয় কিনা তার জন্য অপেক্ষা করা
পেটে ক্ষুধা থাকলে,আপনি না বললেও খাবে। তাই ভালবেসে কাওকে অভ্যস্ত করে দিয়েন না, ভালবেসে কারো উপর নির্ভরশীল হয়ে যাবেন না। তাহলে দেখবেন ভালবাসা সব সময় সতেজ থাকবে।
হৃদয় ভরা ভালবাসা থাকলেও মাঝে মাঝে ভালবাসা হিসাব করে দিতে হয়!
একবার তার জন্য কিছু করে থেমে যান! তাকে বুঝতে দিন সব কিছু তার জন্যই ছিল! নাইলে প্রত্যেকবার নীরবে তার জন্য সেক্রেফাইস করে গেলে সে ভুলেই যাবে আপনার মর্মটা!
নিজেকে শুন্য করে যাকে ভালবাসবেন সেই এক সময় আপনাকে শুন্য ভেবে দূরে সরে যাবে! এভাবে শুন্য ভেবে যাওয়ার আগে তাকে বুঝিয়ে দিবেন সে আপনার হৃদয় জুড়ে ছিল সাথে তার কাছ থেকে নিজের প্রাপ্যটাও বুঝে নিন,নইলে শুরুতেই সবকিছুর ইতি দিয়ে দিন অযথা কষ্টটা পেতে হবে না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.