![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবীটা নেই শব্দে
ভরে গেছে
তুমি নেই , আমি নেই , প্রেম নেই
ভালোবাসা নেই
আছে শুধু রিক্ততা , শূন্যতা
আমি যখন পাবো বলে কিছু চাই
তখন তা নেই বলে শেষ হয়ে যায়
বিধাতা হাসেন নিরবে
অট্টহাসির প্রকম্পনে আমার
ভালোবাসার প্রাসাদ খসে পড়ে
চুনসুড়কিতে ভরে ভেজা চোখের মনি
আমার সামনে এখন
বিধস্ত পৃথিবী , ভঙ্গুর ভালোবাসা
আমি যখন পাবো বলে হাত বাড়াই
তখন রিক্ত হয়ে যায় বিধাতার হাত
মুখ ফিরিয়ে নেন তিনি
তিক্তটায় ছেয়ে যায় বুকের ভূমিটা
মুখ থুবরে পড়ি আবার
ঠোঁটের কোনায় কেমন যেন
নোনা স্বাদ জাগে //
©somewhere in net ltd.