নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসা\nসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানে\nহোক তা না পাওয়ার...\nতবু স্বপ্ন ...স্বপ্নই

জোহানা জোহানা

জোহানা জোহানা › বিস্তারিত পোস্টঃ

নেই

২০ শে জুন, ২০১৫ রাত ১০:৪৮

আমার পৃথিবীটা নেই শব্দে
ভরে গেছে
তুমি নেই , আমি নেই , প্রেম নেই
ভালোবাসা নেই
আছে শুধু রিক্ততা , শূন্যতা
আমি যখন পাবো বলে কিছু চাই
তখন তা নেই বলে শেষ হয়ে যায়
বিধাতা হাসেন নিরবে
অট্টহাসির প্রকম্পনে আমার
ভালোবাসার প্রাসাদ খসে পড়ে
চুনসুড়কিতে ভরে ভেজা চোখের মনি
আমার সামনে এখন
বিধস্ত পৃথিবী , ভঙ্গুর ভালোবাসা
আমি যখন পাবো বলে হাত বাড়াই
তখন রিক্ত হয়ে যায় বিধাতার হাত
মুখ ফিরিয়ে নেন তিনি
তিক্তটায় ছেয়ে যায় বুকের ভূমিটা
মুখ থুবরে পড়ি আবার
ঠোঁটের কোনায় কেমন যেন
নোনা স্বাদ জাগে //

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.