![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন আমি
নতুন কিছুই না
তবু আমি আমিই
চাও আমাকে ?
হবো তোমার
হারাবো তোমাতে
কাছে আসো
ছায়াকে ছোঁয়া যায় কি
আমি তোমাকে চাই
জিতে নাও আমাকে
বলো এই আমি
তোমার আমি.......
নেই কোনো ভুল
কিংবা ভয়
ছায়া না
স্বপ্ন তোমার
ভালোবাসা তোমার
থাকি তোমারই মাঝে///
©somewhere in net ltd.