![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন ছুঁয়ে দিলে আমায় ?
কখন ?
হু হু হু সব বুঝি আমি
কি?
সব ... বললে না কাছে আসতে নাই
বলোই না...
যা তুমি পেতে চাও
আমি দেখিনি তোমার দু’চোখ
ছুইনি তোমার ঠোঁট
জানি না তোমার
নিঃশ্বাসের সুবাস
কিংবা হাতের পরশ
কখনও কাছে এসে
ডাকোনি আমায়
তবুও তোমার চোখ
কেন ছুঁয়ে যায় আমাকে
কেনো দেখে ফেলো
সব যা আমারি্
কত খানি তোমার আমি
তা কি জানো?
জানো না
ডুব দিয়ে দ্যাখো না
তোমার মনের কোথায আমি
তবুও কেন?
কি?
তুমি না বলেছো
ভালোবাসায় কিছু চাইতে নাই...!!!
©somewhere in net ltd.