![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলটা আজ সুন্দর আজ
হালকা নীল শাড়ী পড়েছে
তুমি কি নীল শাড়ী
পড়েছো আজ
একটু একটু বিষন্ন
মনটা খালি খালি
সামনের নারিকেল গাছটায়
চড়ুই পাখিদের নট্ খট্
দূরের বাড়িটা একটু বেশী মায়াময়
কাজল কি পড়েছো চোখে
পায়ে চলা পথটায়
হলুদ ঝরা পাতায় ছাওয়া
লাল আর গোলাপি ফুলে
ভরা সামনের গাছটা
শুধু বারান্দাটা খালি
রয়ে গ্যাছে তোমার
আসা যাওয়ার চিহ্ন
আকুল চোখে খুজে ফেরা
না পাওয়ার কষ্ট
আর অজানা সুবাস
শুধু দেখোনি
জলে ভরা দুই চোখ
খুজে ফিরে তোমায়
বিষন্ন কোনো সন্ধায়.....
©somewhere in net ltd.