![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতে স্বপ্ন দেখেছি
আ্মার বুকের মানচিত্রে উলিতে ধরেছে
মাকড়ঁসার জালে ছেঁয়ে গেছে
স্বপ্নের ছোট ঘরটা
মাঝে মাঝে মুছে গেছে
ভালোবাসার উঠানটা
থিক্ থিক্ করছে তেলাপোকারা
সোনালী ডানার পাখিরা
উড়ে গেছে অজানার পানে
ঝাঁপসা আমার দুচোখ
কাজল আর নেই গো তাতে
টিপও পড়িনি বাজে না আর
পায়ের নুপুর
লাল নীল চূড়ি আনবে কি আর
আনবে না
হারিয়ে গেছো তুমি
এক কোনে যেখানে
রেখেছিলাম তোমাকে
সেখানে কেমন করে
একটু একটু করে মুছে যাচ্ছো তুমি
জড়িয়ে রাখতে চেয়েছি তোমায়
পারিনি , বিষন্নতায মরে গেছে
আমার যুগযুগান্তরের ভালোবাসা //
©somewhere in net ltd.