নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসা\nসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানে\nহোক তা না পাওয়ার...\nতবু স্বপ্ন ...স্বপ্নই

জোহানা জোহানা

জোহানা জোহানা › বিস্তারিত পোস্টঃ

কেন......................

২২ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

এত এলামেলো কেন তুমি আজ ?
কই নাতো
কালকের সেই র্শাটটাই পড়েছো কেন
চুলগুলোতে চিরুনি দাওনি কতকাল ?
আচ্ছা সেলুনে যাওনি কতদিন ?
এই বনমানুষ লাগছে তোমায়
আচ্ছা কি বোঝাতে চাও তুমি ?
কই কিছু না তো
মিথ্যা বলো না
কেন যেন তোমার মিথ্যা
আর মিথ্যা থাকে না
তুমি কেন এমন ?
কেন লুকাও এখানে সেখানে ?
এলোমেলো তো আমি
আমার সব টুকু স্বপ্ন
আমার সারাটা উঠান
হারিয়ে গেছে আমার লম্বা বারান্দাটা
নারিকেলের সারি আর একখন্ড আকাশ
আর
আর ?
তোমার সংগে থাকার দিনগুলি
চোখের আড়াল হলেই নাকি
মনের আড়াল হয়
ভালোবাসাও কি হয় ?
আমি জানি না...
আমি জানি
আমি একদিনের জন্য নই
ভালোবাসা আমার চির দিনের
কারন ভালোবাসা টুকু শুধু আমার
কাছেই থাকো
আর দুরেই চলে যাও..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.