![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জানো চলে যাচ্ছি আমি একটু একটু করে
একটা পথ হতে হতে আমি এখন
মিশে যাচ্ছি নিলীমায়
বললে না আমাকে কষ্ট দাও দুরে
চলে যাওযার জন্য
কি ভালোবাসা তোমার আমার
এতটা ভালোবাসলাম তবুও পেলাম না
তোমার ভালোবাসা
এতটা সময় থাকলাম তোমার সাথে
তবুও গেল না ছোঁয়া তোমাকে
তবুও মনে রেখো
বৃষ্টি হব কোনো এক রাতে
ভিজিয়ে দেব তোমাকে
ছুঁয়ে দেব তোমার চুল
তোমার চোখ আর ঠোঁট
হবো তোমার চলার পথ
পায়ে পায়ে জড়াবো তোমার
মাখিয়ে দিব একরাশ ধুলা
কিংবা শিশির হয়ে ভেজাবো পা
চোরাকাঁটা হয়ে কস্ট দেব তোমায়
রাত এলে জ্যোস্না হয়ে জড়াবো
থাকবো তোমার মাথার কাছে
যখন ভালোবাসবে তোমার ভালোবাসাকে
পালাবে কোথায় না ছুঁয়ে আমায়
আমি তো ছুঁয়েই আছি তোমাকে
সারাদিন সারারাত
ভালোবাসি ...জানোতো ভালোবাসি//
©somewhere in net ltd.