![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোস্না আমার অনেক পছন্দের মধ্যে একটি বিষয় এবং প্রিয়/কেন?কারন জ্যোস্না সবাইকে ছুঁয়ে দেয়...কিন্ত তাকে কেউ ছুঁতে পারে না/কি পবিত্র সে ! কোনো অপবিত্রতা তাকে কখনও ছুঁতে পারে না/ঘন কালো মেঘ যখন চাঁদকে ঢেকে দেয় মেঘের কিনারে একটু একটু জ্যোস্না কিন্ত ঠিকই দেখা যায়/জ্যোস্না দেখলেই আমার প্রেমে পড়তে ইচ্ছা করে /এই প্রেম সর্বনাশী না....এই প্রেম যুগান্তর/এই প্রেমে সবাই পড়ে..... কেউ বলে ,কেউ বলে না/চাঁদ উঠলেই আমি জ্যোস্নার অপেক্ষা করি/যে জ্যোস্না সহজেই এই ইট পাথরের শহরে দেখা যায় না /তবুও প্রেম বলে কথা/জ্যোস্নায় ভিজে যাওয়ার আনন্দই অন্যরকম/আমি যদি ছেলে হতাম প্রতি জ্যোস্না রাতে কোনো খোলা মাঠে চিৎপটাং হয়ে জ্যোস্নায় ভেজতাম....ভালোবাসি,থাকো কাছে...যেও না..ফিসফিস করে বলতাম সারা রাত/
অনেক আগে এক র্পুনিমার রাতে আমি কক্সবাজার ছিলাম/বৌদ্ধ র্পুনিমা /এক বিশাল রুপালী চাঁদ/দেখেছি এক হাহাকার করা জ্যোস্না/সমুদ্রের ঢেউয়ের কি সেই মাতামাতি/মেঘ আর চাঁদের মাতামাতি /এত বিশাল ঢেউ জ্যোস্নাকে বুকে ধরে ছুটে আসছিলো/সেই তখনকার আমিও প্রেমে পড়েছিলাম/সমুদ্রের/নেমে যেতে মন চেয়েছে ওর বিশাল বুকে/নিজেকে সঁপে দিয়ে বলতে ইচ্ছা করেছে ‘নাও আমাকে অপেক্ষা আর ভালো লাগে না/’তখনও পারিনি,তারপরে আরও অনেক জ্যোস্না এসেছে...কোনোদিনও পারিনি,,,,পারবোও না কোনোদিন/কি ভাবে পারবো ?জ্যোস্না তো সবাইকে ছুঁয়ে যাবে তাকে ছোঁয়া যাবে না কোনোদিন/
©somewhere in net ltd.