নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসা\nসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানে\nহোক তা না পাওয়ার...\nতবু স্বপ্ন ...স্বপ্নই

জোহানা জোহানা

জোহানা জোহানা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প ----১

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১২

বৈশাখের প্রথমদিন বলতে ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছে রিমি/গত কয়েক বছর ধরে রিমি আর কোথাও যায়
না/রমনায় সেই বোমা হামলার সময় টুলটুলকে নিয়ে রিমি ওখানেই ছিল/ভয় পেয়েছিলো অনেক /তারপর থেকে এ রকম কোনো সমাবেশেই রিমি আর যায় না /
টুলটুলের আবদার রাখতে গিয়ে পরের দিন ঠিকই বের হতে হলো রিমিকে/মনে সাহস আছে যে খোলা জায়গা না,হযতো তেমন কোনো সমস্যা হবে না/লম্বা বারান্দায় দাড়িয়ে দাড়িয়ে শরীরে কাঁপন জাগে রিমির/সে দাড়িয়ে/মাত্র কিছু দুরে/কালো কেন ? আস্তে আস্তে সামনে এগিয়ে যায় ভিড়...এগিয়ে যায় রিমি/ ফোঁটা ফোঁটা ঘাম জমে বুকের গভীরে/তার সামনে এসে থমকে যায় ভিড়/রিমির হাতে থাকা
র্কাড টা দেখে সে নাকি রিমিকে , জানে না রিমি, রিমি দেখছিলো কি ??..... / আংগুল গুলোর ডগা দেখেছিলো , লম্বা লম্বা / সে ধরে থাকে কিছুটা সময় / মনে হচ্ছিলো এই বুঝি ছুঁয়ে দেয় সে /রিমি ভেতরে এসে হাফ ছাড়ে/কপালের ঘাম মোছে/রিমির সামনে এসে দাড়ায় দুজন অচেনা ছেলে/ছাব্বিশ সাতাশ বছরের হবে /একজন অনেক লম্বা/অন্য রকম ভাবে রিমিকে দেখতে দেখতে বললো র্কাডটা যত্ন করে রেখে দিয়েন কাজে আসবে/রিমি সত্যি ভেবে ওখান থেকে সরে গেল/উত্তর দেয়নি কোনো/কান ফাটনো চিৎকার আর মাথা ধরানো আওয়াজের মধ্যে রিমি খেয়াল করলো সেই লম্বা ছেলেটা তার কাছাকাছি দাড়িয়ে /একটু খটকা লাগলো মনে /এত জায়গা থাকতে এখানে কেন ?তার মানে র্কাড ব্যাপার না ... অন্যকিছু/কি?
রাগ ধরে রিমির//রিমি তো মুখ তুলেই তাকায় নি দেখেই নি তাকে , তার চোখকে,..তবে কেমন করে সম্ভব ?
সবাই এত বোঝে যার বোঝার সে কেন বোঝে না /অভিমানী হয় রিমি/
এত ভালো থাকার পরও রিমি যখন কারো চোথে লোভ দেখে তখন নিজের প্রতি ঘৃনা হয়/
মানুষ এত সহজে কি ভাবে অন্য কিছু ভাবতে পারে?
আসলে যে চোর সে সবাইকে চোর ভাবে/
মানুষের স্বভাবই হলো নিজে যা সে রকম অন্য কে ভাবা/
তিন জন আমাকে মিথ্যা বলেছে সুতরাং সবাই মিথ্যুক....এটা ঠিক না/
রিমি মনে করে বুদ্ধি দিয়ে অবস্থা দিয়ে বিচার করা উচিত/
তবে মেহেদীর মত ভালোবাসার রং ও আস্তে আস্তে মুছেঁ যাবে /
অস্থির হয় রিমির মন /একটা বন্ধ গলি থেকে বের হওয়ার জন্য মন আকুপাকু করে/
অনুস্ঠান শেষ হওয়ার আগেই ফেরত আসে সে/থাক না ভালোবাসা ভালোবাসার জায়গায়/
অদ্ভুত এক না পাওযার কষ্ট রিমিকে জড়িয়ে ধরে /আচ্ছা এটা কি পাপ ? কেন পাপ ?
রিমির মনে তো অন্য কিছু নাই...শুধু ভালো থাকার জন্য ভালোবাসা/এটাও কি অন্যায় ?রিমি তো কিছুই কখনও বলেনি ... সে নিজে যখন বুঝেছে পালিযেছে ... নিজেকে নয় সব সময় তার পাশে
অন্য কাউকে রেখে কল্পনা করেছে....তার নতুন জীবন শুরুর সাথে সাথে সাথে রিমি ভেবেছে যাক
শেষ হলো/আসলে ভুল ছিলো...কোথাও শান্তি নেই রিমির ....সারা শরীরে ছড়িয়ে গেছে ভালোবাসা..
মন তো আগে শুন্য পড়েই ছিলো ...এখন সেখানে শুধু কস্ট আর কষ্ট.....রাতের পর রাত জাগা../

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.