নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসা\nসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানে\nহোক তা না পাওয়ার...\nতবু স্বপ্ন ...স্বপ্নই

জোহানা জোহানা

জোহানা জোহানা › বিস্তারিত পোস্টঃ

দুঃখ

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২২

আসলে সে কিন্ত কিছুই বলেনি
সে ভাবতো সব কিছু অনুভব করতে হয়
যদি বলো ভালোবাসা কি
তা হলেও নিরব থাকতো সে
কারন নীরবতাই তার একমাত্র উত্তর
সে ভাবতো একদিন বুঝবে তাকে
তার না বলা কথাগুলোকে
সে পাখির গান শুনতো না
ফুলের রং দেখতো না
নদীর কুলকুল শব্দ তার
মন কেড়ে নিতো না
কত ফুল ঝড়ে গেল
কত পাখি ডেকে ক্লান্ত
হয়ে ফিরে গেল
নদীর পার ভেঙে গেল
কবিতারা হারিয়ে গেল
সে বলেনি কোনো কথা
বলেনি কোনো কিছু
কারন নিরাবতাই তার সংগী
একাকী একজন সে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.