![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে সে কিন্ত কিছুই বলেনি
সে ভাবতো সব কিছু অনুভব করতে হয়
যদি বলো ভালোবাসা কি
তা হলেও নিরব থাকতো সে
কারন নীরবতাই তার একমাত্র উত্তর
সে ভাবতো একদিন বুঝবে তাকে
তার না বলা কথাগুলোকে
সে পাখির গান শুনতো না
ফুলের রং দেখতো না
নদীর কুলকুল শব্দ তার
মন কেড়ে নিতো না
কত ফুল ঝড়ে গেল
কত পাখি ডেকে ক্লান্ত
হয়ে ফিরে গেল
নদীর পার ভেঙে গেল
কবিতারা হারিয়ে গেল
সে বলেনি কোনো কথা
বলেনি কোনো কিছু
কারন নিরাবতাই তার সংগী
একাকী একজন সে.....
©somewhere in net ltd.