![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকার তো কথা ছিলো না
চলে যাওয়ার জন্যই তো আসা
সবাই তো চলে যায়
শুধু রয়ে যায়
কিছু কথা কিছু স্মৃতি
কিছু সময় আর র্দীঘশ্বাস
ঝরে যায় কিছু কান্না
আকাশে জমে কালো মেঘ
খসে যায় মেহেদির রঙ
পড়ে থাকে বির্বন পাতারা
তাতে কি ?
আসবে নতুন কোনো
আলো ঝলমলে দিন
শিমুলের ডালে জ্বলবে
ভালোবাসার আগুন
রাধাচূড়ারা কামনায় হবে রঙিন
তোমার জানালায় আসবে
শেফালির গন্ধমাখা বাতাস
তুমি খোলা চুলে মুখ লুকিয়ে
গন্ধ নেবে হাসনুহেনার
আটপৌড়ে শাড়ীতে জড়ানো
নীলান্জনা তোমাকে করবে মুগ্ধ
আমার ক্লান্ত রাত একলা দুপুর
আর নিরব সন্ধায়.....
তাতে কি.....
তোমার মনের সেই জায়গাটায়
যেখানে আছে কিছু কষ্ট
কিছু না পাওয়া
আর অনেক ভালোবাসা...
কখনও ঘুম ভেঙ্গে গেলে
পাবে তোমার বুকের কাছটায়
ভেবো না জড়িয়ে থাকবো
ছুঁয়ে থাকবো সারা রাত আর দিন
জানো তো ভালোবাসা কারে কয়
©somewhere in net ltd.