![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখে এখনও সিগারেটে তোমার ঠোঁট
আমার চোখে এখনও তোমার সাদা শার্টের ছায়া
আমার চোখে এখনও তোমার একটু খানি
ঘাড় কাত করে হেঁটে যাওয়া
আমার কাছে এখনও তুমি নারিকেল ছাওয়া একটু আকাশ
আমার কাছে এখনও তুমি ছটফটে দেয়ালে হেলান দেয়া বাবুইটা
আমার ছবিতে এখনও তুমি সেই তুমি
শীতের রাতের একলা পথের সেই তুমি
িআমার কানে এখনও তোমার গমগমে আওয়াজ
আমার নিঃশ্বাসে এখনও তোমার বিশ্বাস
আমি এখনও ঘুম ভেঙ্গে দেখি একহাতে ছুঁয়ে আছো
পরম মমতায় আর বিশ্বাস..।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০১
জোহানা জোহানা বলেছেন: আমার কাছে এখনও কি তেমনই তুমি ??
না ....
আরো বেশী
আমার কাছে এখন তুমি
শুধুই তুমি
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার কাছে এখনও তুমি নারিকেল ছাওয়া একটু আকাশ
আমার কাছে এখনও তুমি ছটফটে দেয়ালে হেলান দেয়া বাবুইটা
টাচি....