![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু না
শুধু না ছুঁয়ে দিক কেউ আমায়
আমি শান্ত
একটা পুকুরে সাতঁরেছি কত না দিন
আমি আমাকে দেখেছি আমার করে
একলা আমি যখন
জলপদ্ম আমাকে টেনে নিল
গভীর থেকে গভীরে একদিন
লাল বা একটু যে গোলাপী বুক
বসবাস আমার সেখানে
আমি এখন সারাটাক্ষন তার বুকের উঠানামা দেখি
আমি এখন নিজেকে দেখি তার আয়নায়
আমি খুশি থাকি একফোঁটা শিশিরে
কিংবা একটুখানি দক্ষিনা বাতাসে
সেই জলপদ্মের আমাকে কেউ ছুঁয়ে দিলে
হাজারো আরশোঁলা যেন
ঢেকে দেয় আমাকে
যেন শুড়ঁ ওয়ালা বিচ্ছুরা ছেঁয়ে যায়
আমার সারাটা শরীর
আমি তো জলপদ্মের
আমি তো জলে ভাসা পদ্মের
আমি তো নারিকেল ছাওয়া আকাশের
জানি না যাকে আজও...........................................
©somewhere in net ltd.