নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবারই স্বপ্ন আছে.....আছে ভালোবাসা\nসবার মনের না বলা কথা আর স্বপ্নের কথা লিখবো এখানে\nহোক তা না পাওয়ার...\nতবু স্বপ্ন ...স্বপ্নই

জোহানা জোহানা

জোহানা জোহানা › বিস্তারিত পোস্টঃ

অ ক খ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪


আমি কি ছিলাম এতখানি
িআমি ছিলাম উঠোনে বটিঁ পেতে মাছ কুটানো বউ
আমি ছিলাম মেঘলা দুপুরে দুই পায়ে নকশীর কাথাঁর কারিগর

আমার দাওয়ায় দিনভর হাঁসের ছানারা ছুটোছুটি করতো
আমার সোয়ামি ... যাই ছিলো না সে
হতাম আমি তারই রাঁধা

পুকুরের ওই ঘাটঁটায় দেখেছিলাম তাকে
নিমাই বলে যাকে
ঠোঁট ছিলো তার যাদুর বাঁশি

সেনপাড়া আর এই পাড়া
সবটাতে নিমাই ছিলো মনের রাজা
মন চুরি আর মন চুরি

যখনই নিরব হতো সারা পাড়া
যখনই কাঁকই বনে জ্যোস্না নামতো
বেজেঁ উঠতো তার ঠোঁট

আজ আর আমি মাছ কুটি না
আমার হাঁসের ছাঁনারা ও পুকুরে হারিয়ে গেছে
আমি এখন আর সুইয়ের ডগায় নকশী তুলি না

আমি এখন কুলটা
আমি দ্বিচারিনী
আমি আর রাধা না কারো.....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

জেন রসি বলেছেন: বাহ!

সুন্দর!

২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭

মিজভী বাপ্পা বলেছেন: লেখা ভালো হয়েছে :)

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৫

জোহানা জোহানা বলেছেন: ধন্যবাদ বাপ্পা

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

জোহানা জোহানা বলেছেন: ধন্যবাদ রসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.