![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা তোমার দেয়া কষ্টগুলির দাম কত ছিলো বলো তো ?
জানো কি তুমি ?
আমার না ঘুমানো রাত
আমার অভুক্ত দুপুর
না আমার ফুরিয়ে যাওয়া হাসি ?
তুমি তো কষ্ট তৈরির কারিগর
হাসি আর খুশি গুলি থাকে তোমার জিম্মায়
দু’হাতে বিলাও তুমি
রাশি রাশি নোনা জল
তুমি তো দিতে জানো না
এক বিন্দু ভালোবাসা
তোমার অন্ধকার কুঠুরিতে বাস করে না
একটাও জোনাকি পোঁকা
তুমি তো মনখোর
হাজার কোটি মনেরা
সেই যুগযুগান্তর থেকে
মরন যন্ত্রনায় ছট্ফট্ করছে
তোমার মনের গহনে//
©somewhere in net ltd.