![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড এক কষ্ট না পাওয়ার
প্রচন্ড এক কষ্ট না ছুঁতে পারার
প্রচন্ড এক ইচ্ছা আমার সব
সত্তাকে দুমড়ে মুচড়ে
এলোমেলো করে দেয়
আমার একলা থাকা সময়টা কে
আমি সেই কবে থেকে বসে আছি
নিজেকে নিরাভরন করবো তোমার হাতে
আমি সেই কবে থেকে তৃষ্ণার্ত
তোমার ঠোটেঁর সব টুকু জল আমি
শুষে খাবো
আমি সেই কবে থেকে বসে আছি
এক পশলা বৃষ্টি
ভিজিয়ে দেবে আমায়
২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
জোহানা জোহানা বলেছেন: ভুল শুধু ভালোবাসার জন্য অপেক্ষা ........
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
আল ইমরান বলেছেন: কাব্যিক কল্প শৃঙ্গারের আকাঙ্ক্ষা,
নিগুঢ় সুখ শীৎকারের অপেক্ষা।
ভালো।