![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
এই বাংলাকে সাঁজাতেই আমার এই পথ চলা, আমি স্বপ্ন দেখি বাংলাকে নিয়ে, আমি স্বপ্ন দেখি আমার খেটে খাওয়া মানুষকে নিয়ে, আমি সংগ্রামী হই এই বাংলার পথকে কলংকমুক্ত করতে,
আমি রাজপথে পা রাখি যেন দেখতে না হয় আর
"ধর্ষিতা বোনের লাশ রক্তমাখা কলঙ্কিত পথ আর ড্রেনে অর্ধ গলিত মেধাবী ফারুকের লাশ আমার মায়ের বুকে হাহাকার,
তাই আমি ছবি আঁকি এই বাংলার সুন্দর ভবিষ্যৎ।।।
আমি আবারও আমার রাজপথ কাঁপানো সঙ্গীদের কাঁধে কাঁধ রেখে রাজপথে স্লোগানের শুরে বলতে চাই ...
এই বাংলার মায়াভরা পথে হেটে আসবো ফিরে
ছবি আঁকা এই বাংলার সুন্দর ভবিষ্যৎ নিয়ে
তুমি একবার চেয়ো দেখো
মা তোমার ছেলেরা পেরেছে।
"পরিবর্তন হোক মানসিকতার"
"ভালো - থাক বাংলাদেশ"
©somewhere in net ltd.