নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা চাই

আমার আসল পরিচয় আমি মানুষ

জোজোপ্রিন্স

আমি মানুষ

জোজোপ্রিন্স › বিস্তারিত পোস্টঃ

শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কোরতে হোবে

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে শিলাইদহে এ বিষয়ে প্রধানমন্দ্রীর সহয়োগিতা সম্পকে আমরা আশ্বস্ত হতে চাই যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ নানা শান্তিপূন সমাবেশ চালানোর অঙ্গিকারের মধ্যে আমরা থাকতে চাই। শিক্ষানুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার দৃষ্টিভঙি ছিল এবং আছে। তিনি বঙ্গবন্ধুর উত্তরসূরি আমার বিশ্বাস প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পদাঙ্কই অনুসরণ করবেন।বঙ্গবন্ধু চেয়েছিলেন শিলাইদহে বিশ্ব ভারতির আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার ইচ্ছার বাস্তবায়ন ঘটাবেন এ বিশ্বাস এখনও রাখি।বৃহত্তর দক্ষিনাঞ্চলে নব নব শিক্ষার মঞ্চ গড়ে উঠবে এটাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীও চান সকল জেলায় বিশ্ববিদ্যালয় হোক। ইসলামি বিশ্ববিদ্যালয় যশোর কুষ্টিয়ার বডারে অবস্থিত।সে ক্ষেত্রে কুষ্টিয়া একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে কথা উঠতেই পারে। দাবিকে রোধ করা ঠিক নয় তা বিবেচনা করা দরকার। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ার যে প্রতিশ্রুতি তিনি শিলাইদহে করেছিলেন সেই প্রতিশ্রূতি বাস্তবায়নেই তিনি ফিরবেন। আজ কেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ঢলে পড়ছে কোন ধারণার তাড়নাই তিনি বিরূপ হলেন। তিনি তো ষ্পষ্টবাদি সুনিদিষ্ট ভাবনা হতে দূরে সরেন না তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কুমারখালি শিলাইদহে গড়ার ক্ষেত্রে তার ভাবনা হেলে পড়ছে। তিনি বৃহত্তর কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি উপেক্ষা করে দূরে ঠেলে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুখের দিকে আমরা চেয়ে থাকছি তিনি আমাদের দাবি অগ্রাহ্য করতে পারেন না। আমাদের বিশ্বাস শত শত ছাত্র শিক্ষক জনমানুষের দাবিকে তিনি অগ্রাহ্য করবেন না। তিনি অহমিকা প্রদশন কারী নেত্রী নন তিনি জনদাবির মূল্য দিবেন সন্মান দিবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: এতো কিছুর দরকার নেই । আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল , ছায়ানট ভবন সবই অনুদানের টাকায় গঠিত । রবীন্দ্র ট্রাষ্ট করে অনুদান নিয়ে বিশ্ববিদ্যালয় গড়া যাবে ।

২| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩৫

জোজোপ্রিন্স বলেছেন: একটা ট্রাস্ট করে হয় তো বিশ্ববিদ্যালয় গরা যাবে, কিন্তু সেখানে একটা স্বপ্ন একটা প্রতিশ্রুতির মিত্যু হবে। হবে না দ্বিতীয় শান্তিনিকেতন। সরকার থেকে অনুমদন পাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ট্রাস্ট করে গরা বিশ্ববিদ্যালয় বঞ্চিত হবে না না ভাবে। বিশ্বের বুকে বাংলাদেশে রবীন্দ্রনাথ শিলাইদাহে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলতে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কুমারখালি শিলাইদাহে হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.