![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে পেছনে ৪০-৫০ জন সমসময় চলে। কেউ পাখা দিয়ে বাতাস করে, কেউ বা তার জিনিষপত্র বয়। নাম জানা গেছে হায়দার বাবা। কথা হলো কে ইনি, কি তার বৈশিষ্ট্য? আর কেনই বা নারী পুরুষ তার পেছন পেছন পুরা ধানমন্ডি হেঁটে বাড়ায়?
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
জোকার৬৬৬ বলেছেন: লালে লাল মানে কি? বুঝায়া কন। এমন মাজেজা তো নবী রাসুল রা দেহাইতো, সে কি?
২| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
রাজসোহান বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৭
জোকার৬৬৬ বলেছেন:
৩| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
একাকী বালক বলেছেন: আমরা বন্ধুরা একবার মজা কইরা ঠিক করছিলাম ঢাকায় ঢুকার জন্য যদি কোনদিন ভিসা অফিসার বসে তো প্রথম প্রশ্ন হইব " হায়দার বাবা কে? "
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৬
জোকার৬৬৬ বলেছেন:
বাট কোশ্চেন তা না, কোশ্চেন হৈলো ইনার মাজেজা কি? কাহিনি কি?
৪| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৬
রিয়েল ডেমোন বলেছেন: ঊনারে চিনি।দেশে থাকতে ভার্সিটতে গেলে মাঝে মাঝে উনারে হাটতে দেখতাম সংকর ঝিগাতলা শুক্রাবাদ দিয়া
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০০
জোকার৬৬৬ বলেছেন: হুম
৫| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৭
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: হায়দার বাবাকে নিয়ে এর আগে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিহারী এই ব্যাক্তি মুক্তিযুদ্ধের সময় তার ছেলে-মেয়েদের হাড়ান। সে থেকে তিনি অপ্রকৃতস্থ। মোহাম্মদপুরের বিহারী পট্টিতে তার বাড়ি। তিনি ধানমন্ডি, মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকায় হেটে বেড়ান। সাধারনত কেউ কোন প্রশ্ন করলে কোন উত্তর দেন না। কেউ কোন খাবার দিলে খান না। তবে হঠাৎ হঠাৎ তিনি দু'একজনের সাথে কথা বলেন। মানুষের ধারনা তিনি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। কাউকে পছন্দ হলে একটি দু'টি কথার মাধ্যমে তার অনেক উপকার করে দেন।
৬| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৯
অনির্বাণ রায়। বলেছেন: হেহেহে । ভাবসিলাম নোতুন পাগল এহন দেহি পুরান । তয় স্টাইল্টা কিন্তু জোস হইসে ।
৭| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ প্রতিদিনে এর উপর একটা বিস্তারিত ফিচার দেখছিলাম মনে পড়ে...
তিনি একজন সরকারী চাকুরে ছিলেন। তাঁর সম্ভবত ২ ছেলেও আছে।
আর মাস্ত কালান্দারিয়া তরিকায় আছে হাটার ব্যাপারে। তিনি সম্ভবত সেই পথেরই কিছু কাজে ব্যাস্ত।
মানুষ কিছূ পায় দেখেইতো পিছে ঘুরে।
আপনার আমার পিছে ট্রাই করে দেইখেনতো কেউ ঘুরে নিকি
জিএফরাও স্বার্থ না তাকলে ২ দিনে কাইট্যা পড়ে
ট্যাকা দিয়া কয়দিন ঘুরাবেন?
ঝড় বৃষ্টি বাদল-- তাঁর পিছনে লোকের কমতি নেই!! ভাবুন বিসয়টি।
৮| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩২
একাকী বালক বলেছেন: হায়দার বাবার লগে আমি যে কতবার ত্রুস করছি তার হিসাব নাই। আফসোস বাবা আমার দিকে চাইয়া দেখে নাই।
তবে আমাদের বন্ধুমহলে এক বন্ধুরে নিয়া একটা গল্প আছে। প্রেমে ছেকা খাইয়া সে একদিন পুরা হায়দার বাবার পিছে হাটছিল। তারপর দিয়া যে মেয়েই দিকে সে চোখ তুইলা তাকায় সেই মেয়েই নাকি তার প্রেমে পইড়া যায়। মামুরা ট্রাই দিতে পারেন কইলাম।
৯| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৬
কৌশিক বলেছেন: হায়দার বাবা পিনিক বাবা ...সাই বাবার মত যদি কয়েক কোটি টাকা রাইখা যাইতে পারতো!
১০| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমিও অনেকদিনই তার দেখা পাইছিলাম। আমার দিকেও ফিরে তাকাননি......। আফসুস........
১১| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমিও একদিন দেখা পাইছিলাম। কিন্তু তাকাইলোনা ...................
আফসুসসসসসসসসসসসসসসসসসসসসস।
১২| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমিও একদিন দেখা পাইছিলাম। কিন্তু তাকাইলোনা ...................
আফসুসসসসসসসসসসসসসসসসসসসসস।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫০
স্যার ... বলেছেন: মিথ্যা বলা মহা পাপ।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫১
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমিও একদিন দেখা পাইছিলাম। কিন্তু তাকাইলোনা ...................
আফসুসসসসসসসসসসসসসসসসসসসসস।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫৯
বৈকুন্ঠ বলেছেন: ২০০৮ সনে দেশে গিয়া এই লোকটারে দেখসিলাম, খুব সম্ভব মিরপুর এলাকায়। লোকটা রাস্তা পাড় হৈতেসিল এবং তার পিছে পিছে বেশ কিছু লোকও রাস্তা পাড় হৈতেসিল। বেশভুষা আর চুল দাড়ির কারনে লোকটারে ভালো কৈরা দেখসিলাম। এর কয়েকদিন পরেই ব্লগে কেউ এই লোকটারে নিয়া কোন একটা দেশী পত্রিকার কপিপেস্ট পোস্ট দেয়। তখন নাম আছিল হাটা বাবা বা এইরকমই কিছু একটা।
আমার মনে হয় লোকটা কিছুটা অপ্রকৃতিস্থ ধরনের। আর জটাজুটধারী বৈলা চিরকালের কুসংস্কারাচ্ছন্ন বাংগালী উনারে অলৌকিক শক্তিধারী লোক মনে কৈরা পিছে লাগসে। একজনের দেখাদেখি আরেকজন - এম্নে কৈরাই জুইটা গেছে বিরাট ছাগলের পাল। আর গুজব ছড়ানিতে বাংগালিতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তেমনি কিছু আজগুবি গুজবও হয়তো কোন আকামা ভাদাইম্যা ছড়ায়া দিসে লোকটার নামে। আর গন্ডমুর্খ অকালকুষ্মান্ড সাংবাদিকের পালতো আছেই আবজাব ছাপায়া পত্রিকার পাতা ভর্তি করতে.......
একান্তই আমার মতামত
১৬| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৪
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: বাবা আমার দিকে তাকাইছে কিনা বলতে পারি না, আমি এদের দিকে কখনও তাকাই না।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৩৫
আব্রাহাম মোর্শেদ বলেছেন:
আমি তো হায়দার বাবার গলিতেই থাকি কিন্তু বাবা তো একদিনও চাইলো না আমার দিকে
১৮| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪২
কৃষ্ণনগর বলেছেন: এক সময় ঢাকায় আমার পরিচিত এক ছাত্রনেতা সাথে দেখতাম শত শত লোক হাটছে ।কেউ তার মোবাইল হাতে কেউ বা তার চার্জার।পূর্ব পরিচিত চিল বিধায় আমার খুব কষ্ট হয় নাই বুঝতে। একদিন দেখি ঢাবির প্রক্টর অফিসের পিয়নও তার পিছে ঘুরতাছে। জিজ্ঞাস করলাম ভাইরে কত দিয়া ধরা খাইছেন। প্রথমে রাজী হয়নাই পরে বলে ২০ হাজার। একদিন দেখলাম শত মানুষের মাঝে আমার গ্রামের এক শিক্ষক। জিজ্ঞাস করলাম চিনেন ক্যামনে। বলল শ্বশুর বাড়ীর দিকের পরিচিত। আমি বললাম উনিতো দালাল মানুষের টাকা নিয়ে মেরে দেয় কারো কাজ হয় কারোটা হয় না। স্যার উত্তর দিল আমাদের সেই বাঙ্গালীদের মত এত মানী লোক তার পিছে ঘুরে ক্ষমতা না থাকলেই কি হয়?
আমাদের কুসংস্কারচ্ছন্ন ভাইয়েরা ধনী কি শিক্ষিত আটরশি পীরের পিছনে কোটি কোটী টাকা খরচ করে কি ক্ষমতা তার ছিল?
১৯| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩১
মুভি পাগল বলেছেন: ওনারা একরকমের আধ্যাতিক মানুষ
২০| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ২:০৭
স্বাধীকার বলেছেন: আমার মনে হয় লোকটা কিছুটা অপ্রকৃতিস্থ ধরনের। আর জটাজুটধারী বৈলা চিরকালের কুসংস্কারাচ্ছন্ন বাংগালী উনারে অলৌকিক শক্তিধারী লোক মনে কৈরা পিছে লাগসে। একজনের দেখাদেখি আরেকজন - এম্নে কৈরাই জুইটা গেছে বিরাট ছাগলের পাল। আর গুজব ছড়ানিতে বাংগালিতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তেমনি কিছু আজগুবি গুজবও হয়তো কোন আকামা ভাদাইম্যা ছড়ায়া দিসে লোকটার নামে। আর গন্ডমুর্খ অকালকুষ্মান্ড সাংবাদিকের পালতো আছেই আবজাব ছাপায়া পত্রিকার পাতা ভর্তি করতে.......
একান্তই আমার মতামত
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
অগ্নি সারথি বলেছেন: আমি অরে খুব ভালা কইরা চিনি বাইজান।অয় ধানমন্ডির না মোহাম্মদ পুরের।অল টাইম পিনিকের উপ্রে থাকে।যার দিকে অয় একবার তাকাইবো অয় লালে লাল।কিন্তু আপচুস বাবায় কারো দিকে তাকায় না।মোহাম্মদপুরে বাবার দুইডা আস্তানা।মুরিদ ও আছে কয়েক হাজার।প্রতি বছর ওরস হয়।সলিমুল্লাহ রোডের মাঠ ভর্তি থাকে গরু আর ছাগলে।
সময় পাইলে একদিন পুস্টামু।