![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেদের মধ্যে কি মাতৃভাব থাকে? আমার মনে হয় থাকে।
আমার কথা বলি,,,
আমি পরিবারের বড় ছেলে। আমার কোন বোন নেই। আমার ছোট আরো ৩ টা ভাই আছে। আমার ইমিডিয়েট ছোট যে তাকে বলা যায় আমিই হাত ধরে হাঁটতে শিখিয়েছি। মা আমাদের দুই ভাইকে ( তখনো ৩/৪নাম্বার আসেনি) রেখে বাইরে কোন কাজে গেলে আমার দায়িত্ব পড়ত ছোটকে সামলানোর। সেই থেকেই ছোট ভাইটা আমাকে ছাড়া কিছু বুঝে না।
যখন আমি ৪র্থ শ্রেণিতে পড়ি। বাবা আমার পড়াশোনার সুবিধার্থে আমার ফুপুর বাসায় রেখে গেলেন। বাবা মা এর জন্য আমার খারাপ লাগেনি কিন্তু ভাইটার জন্য লেগেছিলো। ফুপুর বাসার অবস্থাও একই উনারও কোন মেয়ে নাই। উনার দুই ছেলেই আমার কোলে পিঠেই মানুষ হয়েছে। ক্রিকেট খেলতে যখন মাঠে যেতাম মনটা পড়ে থাকতো বাসায়, না জানি ভাইগুলো মনে হয় আমাকে খুঁজছে। ফুপু ফুপাজি দুজনই বাইরে থাকতেন। ভাইগুলোর খাওয়া পড়াশোনার দেখভাল আমিই করতাম।
অনার্স পড়তে রংপুরে চলে আসার সময় চোখ দিয়ে পানি পড়েছে ফুপাত ভাইগুলোর জন্য। রংপুরে থাকার সময় টিউশনি করাতাম। অনেক বাসায় পড়িয়েছি। অনেক সময় বেতন না বাড়ালেও কিছু বলতাম না ওই বাচ্চাগুলোর জন্য। একবার কি হল; এক বাচ্চা প্রথম দিনেই আমাকে বলে বসলো "স্যার আপনি তো অনেক ভালো ক্রিকেট খেলেন!" বললাম তুমি আমার খেলা কোথায় দেখলে? উত্তর দিলো "স্যার জিলা স্কুল এ আপনার খেলা দেখেছিলাম। সেই থেকে ওই বাচ্চা আমি পড়াতে গেলেই শুধু গল্প করার বায়না খুঁজত । এই যখন অবস্থা, তখন একদিন অভিভাবক বললেন "বাবা! কিছু মনে করো না তোমাকে আর আসতে হবে না।" বুঝতেই পারছিলাম কারন কি! মনটা এত খারাপ হয়েছিলো! একবার মনে হয়েছিল বলেই দেই আন্টি আমাকে টাকা দিতে হবে না আমি এমনিতেই ওকে পড়াবো।
মাতৃভাব ছেলেদেরও থাকে হয়তো !
ছবিঃ গুগল
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯
যোখার সারনায়েভ বলেছেন: ভালোবাসা নিবেন।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন........
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
যোখার সারনায়েভ বলেছেন: অনুপ্রেরণা পেলাম।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুভূতি শেয়ার করেছেন।। আপনার মনের কোমল স্থানটির সন্ধান বাচ্চাটি পেলেও দুর্ভাগ্য বাচ্চাটি অভিভাবকের। শিক্ষক মানে প্রকৃত বন্ধু। বাচ্চাটি এরকম প্রকৃত বন্ধুর সন্ধান পেলেও অভিভাবকের জন্য সে সেই সুযোগ থেকে বঞ্চিত হলো । আপনার তা তাৎক্ষণিক সমস্যা হয়েলেও আশা করি দ্রুতই সে সমস্যা কাটাতে পেরেছিলেন।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
যোখার সারনায়েভ বলেছেন: ভালোবাসা নিবেন।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
পবিত্র হোসাইন বলেছেন: অনেক ভালো লিখেছেন। সত্যি ভালো লাগলো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
যোখার সারনায়েভ বলেছেন: ভালোবাসা জানবেন ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা খুব ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১
যোখার সারনায়েভ বলেছেন: আশীর্বাদ করবেন স্যার।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
নজসু বলেছেন:
প্রিয় ভাই, নতুন লেখা কই?
দ্রুত সেইফ হতে গেলে পোষ্ট আর কমেন্ট দুটোই করতে হবে।
শুভকামনা।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
যোখার সারনায়েভ বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
নজসু বলেছেন:
আপনি মনে হয় খুব নরম মনের মানুষ।
আপনার হৃদয়ে যে মমত্ব আছে তা কোটিতে একজনের থাকবে কিনা বলতে পারছিনা।
আপনার জন্য দুআ রইল ভাই।
ভালো থাকবেন।
মমত্ববোধের লেখা আরও চাই।