নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাম, ফাইন্ড মি , আই এম এ লস্ট বয়।

যোখার সারনায়েভ

টু বি অনেস্ট, আই এম নট অনেস্ট!

যোখার সারনায়েভ › বিস্তারিত পোস্টঃ

ছোটদের আমরা কি শেখাচ্ছি?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮




১৪/১৫ বছর বয়সী বাচ্চা ছেলেদের নিয়ে এখন ছাত্রদল/ছাত্রলীগ তাদের মিটিং মিছিল করছে! এই বয়সে আমরা চিন্তা করতাম কিভাবে এলাকার ক্রিকেট বা ফুটবল দলে চান্স পাওয়া যায় আর এখনকার পোলাপান চিন্তা করে কিভাবে এলাকার বড় ভাইদের সাথে খাতির রেখে মাস্তানি করা যায় এলাকায়!

আমি যখন গ্রামের বাসায় যাই, দেখি আমার বাসার পাশে বিশাল মাঠে গরু ছাগল ছাড়া কোন পোলাপান নেই ! একটা সময় আমাদের মাঠ থেকে বাড়িতে কানে ধরে নিয়ে আসত অভিভাবকগণ ! এখন তো এদের কানে ধরেও মাঠে নিয়ে আসা যায় না!ক্লাবে যতগুলো ট্রফি আছে তার ৯৫ ভাগ আমাদের বা তার আগের সময়ের। মাঠে এরা মাঝে মাঝে আসে ঠিকই কিন্তু খেলতে না বিড়ি গাঞ্জা খাইতে !

ছবি: গুগল

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নজসু বলেছেন:



চমৎকার বাস্তবতায় লিখেছেন।
দেশের প্রায় সর্বত্র একই অবস্থা।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

যোখার সারনায়েভ বলেছেন: এসব থেকে বের হবার উপায় খুঁজতে হবে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বলেছেন: মনটা এই ভেবে খারাপ হলো --- কিশোররা কোথায় যাচ্ছে -
মনটা এই ভেবে ভালো হলো --- কেউ না কেউ তো সচেতনতা থেকে লিখেছে।




আপনাকে ভালোবাসা!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

যোখার সারনায়েভ বলেছেন: ভালোবাসা নিবেন, আশীর্বাদ করবেন ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় সারনায়েভ,
আপনার ছবি দেখে মনে হল না এটা কোন রাজনৈতিক দলের দাঙ্গার দৃশ্য, ইহা নিশ্চয় কোন নাটকের দৃশ্য, এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশে কেউ মারামারি করতে পারে না! এটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা মানি না!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা সবেই গুগল মামার কীর্তি !

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

হাবিব বলেছেন:




বাস্তব কথা লিখেছেন.......

আসলে আমরা যা করি বা বলি আমাদের পরবর্তী প্রজন্ম এসবই শিখে...........

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

যোখার সারনায়েভ বলেছেন: হুম একমত। আমাদেরই উচিত এদের ফিরিয়ে আনা ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

কালীদাস বলেছেন: আইন করে স্কুলে শাসন বন্ধ করা হয়েছে, ডিটেনশনের কোন অল্টারনেটিভ না রেখে। দুনিয়ার আর কোন দেশে এরকম আছে আমার জানা নাই। বাসায় বাপমা এপ্লাস পেলেই ধন্য, আদব কায়দা জাহান্নামে যাক। দেশ দখল করে নিতে চাইলেও কিছু বলতে পারবেন না, আইনে নিষেধ আছে। শিশু দল, শিশু লীগ এসব নামও কানে আসে এখন!! পুরাই তামশা।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

যোখার সারনায়েভ বলেছেন: এখনকার বাচ্চাকাচ্চা দেখলে মায়া লাগে। এদের দিন দিন ব্রয়লার মুরগী বানানো হচ্ছে।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতা....
সবাই মোবাইল চালায়....

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

যোখার সারনায়েভ বলেছেন: সব মাল্টি মিডিয়া ডিভাইস এর কুফল গুলো নিচ্ছে এর সুফল নিচ্ছে না।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩

রাকু হাসান বলেছেন:

আপনার টপিকটি চমৎকার । আরেকটু সচেতন ভাবে ,বেশি লিখলে ভালো হতো । ব্লগে আপনার উপস্থিতি ভালো । থাকুন আামাদের মাঝে । আপনার উন্নতি কামনা করছি ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

যোখার সারনায়েভ বলেছেন: অশেষ ধন্যবাদ । নববর্ষের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.