নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাম, ফাইন্ড মি , আই এম এ লস্ট বয়।

যোখার সারনায়েভ

টু বি অনেস্ট, আই এম নট অনেস্ট!

যোখার সারনায়েভ › বিস্তারিত পোস্টঃ

থাগস অফ মেস লাইফ!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২



মেসের খালা ও আমি!
আমি: কি খালা আপনি কেমন মাছ ভাজেন কোন সেন্টই বাইর হয় না। আর ওই ছয় তলায় মাছ ভাজি থেকে শুরু করে আরো কত কি ভাজে সেটার সেন্ট তো ঠিকই পাই!
খালা: মোক তোমরা আনি দেন তেলাপিয়া মাছ আর ওমরা ভাজে ইলিশ! ( রংপুরে বাসা উনার)

(পাশ থেকে এক ছোট ভাই বলল)
:ভাই, ঘ্রাণং অর্ধনং ভোজনং। সেন্ট খেয়েই সন্তুষ্ট থাকেন!
আমি: আরে এটা একটা ভুল শ্লোক! এটা হবে ঘ্রাণং ক্ষুধাণং বাড়ানং!

আমাদের দুজনের সংস্কৃতিতে গভীর পাণ্ডিত্য দেখে খালা ভাজা মাছ আরো একবার ভেজে ফেললেন।
ফলাফল: তেলাপিয়া মাছের কয়লা কোপ্তা দিয়ে লাঞ্চ। রাইতে যে কি আছে আল্লাহই জানেন


ছবিঃ আমি ও মেস এর ছোট ভাই।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

নজসু বলেছেন:



বেশ বলেছেন- গন্ধে অর্ধভোজন নয়; ক্ষুধা বৃদ্ধিকারক। :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা ...

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

হাবিব বলেছেন: ছয় তালায় আরো কত কি ভাজে????

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

যোখার সারনায়েভ বলেছেন: সেটা একটা রহস্য বটে ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ছয় তলায় যেয়ে চেয়ে বসেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

যোখার সারনায়েভ বলেছেন: মাঝে মাঝে তো চাইতেই মন চায়! শেষে কি না কি মনে করে!!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

বলেছেন: হা হা!!
মেস লাইফ!!

একদমই সবি হবে স্মৃতি।


শুভ নববর্ষ।।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪

যোখার সারনায়েভ বলেছেন: শুভ নববর্ষ । দুয়াও মে ইয়াদ রাখনা!

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

বর্ষণধারা বলেছেন: good,liked

৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

যোখার সারনায়েভ বলেছেন: থাঙ্কস !

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

নজসু বলেছেন:



নতুন পোষ্ট কই?

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

যোখার সারনায়েভ বলেছেন: সুজন ভাই আসবে ইনশাআল্লাহ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

যোখার সারনায়েভ বলেছেন: শুভ নববর্ষ।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: গন্ধ ক্ষুধা বাড়ায় :D

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

পবন সরকার বলেছেন: চমৎকারং পোষ্টং।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা চমৎকারং কমেন্টং ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

হাবিব বলেছেন: নতুন কি লিখছেন?

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

নজসু বলেছেন:



কি ব্যাপার কোথায় আপনি?
আপনাকে মিস করছি।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

নজসু বলেছেন:



কিরে ভাই কই গেলেন? :(

১৩| ০৯ ই জুন, ২০১৯ রাত ১০:২১

যোখার সারনায়েভ বলেছেন: একটু আড়ালে।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: এই খালারা আছে বলেই তো কত অসহায় ব্যাচলের এর মুখে তাও দু'বেলা রান্না করা অন্ন জোটে! ওনারা মমতা মিশিয়েই রান্না করেন বলে জানি, যদিও ওনাদের রান্নাটা অনেক সময় তেমন উপাদেয় হয় না।

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

যোখার সারনায়েভ বলেছেন: আমিও সেটাই ভাবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.