![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি :) https://www.facebook.com/shuvro.shiser
হুমায়ূন আহমেদ স্যারের লেখা পড়তাম! আর অবাক লাগতো...একটা মানুষ কি ভাবে আরেকটা মানুষের চিন্তার বর্হি প্রকাশ এতো সুন্দর করে বলতে পারে?? উনাকে সত্যি কারের একজন শব্দ জাদুকর মনে হয়। এতো মায়া নিয়ে কেউ কখনো লিখছে বলে আমার জানা নেই। বিশেষ করে উনার উক্তি গুলা মনে হয় নিজেরি চিন্তার প্রতিফলন......
পাখি উড়ে গেলেও পলক
ফেলে যায় আর মানুষ
চলে গেলে ফেলে রেখে যায়
স্মৃতি ।
--------- হুমায়ূন আহমেদ
ঈশ্বর যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোন আয়োজন করার প্রয়োজন আছে ? তাহলে মরতে কিসের ভয় , একবারই তো মরতে হবে ।
----------- হুমায়ূন আহমেদ
চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে...ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার চলে গেলে আবার ফিরে আসে..
-------- হুমায়ূন আহমেদ
ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালবাসায় হয় না......
--------হুমায়ূন আহমেদ
হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না….. কেমন জানি অচেনা অজানা হয়ে যায় । সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই…… কি যেন নাই……
--------হুমায়ূন আহমেদ
আমার হারিয়ে ফেলার কেউ নেই । কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই । আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি , আবার খুঁজে পাই..
------হুমায়ূন আহমেদ
"যে স্বপ্ন দেখতে জানে ,সে তা পূর্ণও করতে পারে"
আমরা মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি...আর যেটুকুই বা দেখি তা নিজেরাই বিশ্বাস করতে চাই না...তাই পূর্ণও করতে পারি না।
--------হুমায়ূন আহমেদ
নারীদেরকে সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন । শুধু পূর্ণতাই না অতিরিক্ত দিয়ে দিয়েছেন। তাই তো আমরা ‘অপূর্ণ পুরুষ’ পূর্ণ হতে এই নারীদেরই প্রয়োজন হয়.
------হুমায়ূন আহমেদ
তুমি দশটি সত্য এর মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও…সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে…কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও… সত্য সত্যই থেকে যাবে….সেটি আর মিথ্যা হবে না…সত্য আসলেই সুন্দর…
--------হুমায়ূন আহমেদ
নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, কথা যত নোংরা তত মজা।
-----------হুমায়ুন আহমেদ
যাদের জীবনে মজার অংশ কম …তারা অন্যের মজা দেখে আনন্দ পায় …দুধের স্বাদ ভাতের মাড়ে মেটানোর মত.
------------হুমায়ুন আহমেদ
“গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”
----------হুমায়ুন আহমেদ
জীবনটা আসলেই অনেক সুন্দর!
এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।
----------হুমায়ুন আহমেদ
ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,
কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।
হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে।
কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য।
"পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নাই।"
..............হুমায়ুন আহমেদ
এ জগতে সবচে' সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়.
...............হুমায়ুন আহমেদ
অনুশোচনার হাড়ি নিয়ে বসলেও অতীতকে বদলানো যাবে না
------------হুমায়ূন আহমেদ
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন
কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য
করতে পারবে....
-------- হুমায়ূন আহমেদ
যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো,
তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি?
-------- হুমায়ূন আহমেদ
স্বপ্ন থাকা খুবই জরুরি...স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না...সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...
-------- হুমায়ূন আহমেদ
মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃতবরণ করে..
------------ হুমায়ূন আহমেদ
কোন কোন রাতে অপূর্ব জোছনা হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হতো।
আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি। যেন বাইরের উথাল
পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোন যোগ নেই।
মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ।
আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সর
সর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা হা করে উঠে।
আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার
থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি ...
-------হুমায়ূন আহমেদ
স্যার আপনি বেঁচে থাকলে আপনার জন্য দোয়া করতাম যেন আর কয়েকটা বছর যেন বেঁচে থাকতেন। কিন্তু সেটা সম্বভ না, আর আমি এমন আহামরি কেউ না যে আপনাকে নিয়ে খুব কিছু লিখবো। কারণ আপনার ভাবনা গুলোই নিজের ভাবনা মনে হয়.
আপনার জন্ম দিনের এখনো তিন দিন বাকি কিন্তু অপেক্ষা করতে পারছি না আপনাকে বলতে শুভ জন্মদিন স্যার! যেখানে থাকুন ভাল থাকুন।
পরবর্তী পোষ্ট :- হুমায়ূন আহমেদ স্যারের কিছু প্রিয় উক্তি(২)....আর অগ্রিম শুভ জন্মদিন স্যার।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৮
জলারণ্য বলেছেন: হুম, ঠিক তাই!
২| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৬
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: আমার হারিয়ে ফেলার কেউ নেই । কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই । আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি , আবার খুঁজে পাই..
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩০
জলারণ্য বলেছেন: হুমম....
ধন্যবাদ।
৩| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২১
জেরী বলেছেন: কিছু কিছু উক্তি আসলেই চরম সত্যি।
লেখায় +++
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩০
জলারণ্য বলেছেন: হুম।
ধন্যবাদ।
৪| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২১
হারানোপ্রেম বলেছেন: শুভ জন্ম দিন স্যার। আপনি অমর~~~~
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৪
জলারণ্য বলেছেন: হুম...
৫| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪
দুঃখ বিলাসি বলেছেন: প্লাস দিলাম ও প্রিয়তে নিলাম।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
জলারণ্য বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন স্যার! যেখানে থাকুন ভাল থাকুন। আমিও উনাকে নিয়ে একটি কবিতা লিখেছি।ধন্যবাদ শুভকামনা।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
জলারণ্য বলেছেন: কবিতা ব্লগে সেয়ার করুন।
ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৩
ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর কালেকশন ।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৬
জলারণ্য বলেছেন: থ্যাংকস!
৮| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: শুভ জন্মদিন স্যার!
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৬
জলারণ্য বলেছেন: শুভ জন্মদিন!
৯| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
অপরাজেয় বিদ্রোহি বলেছেন:
প্রিয়তে নিলাম।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৪
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।
১০| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চরম পোস্ট।
বার বার এই পোস্টে আসবো।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৬
জলারণ্য বলেছেন: ঠিক আছে.....
ধন্যবাদ।
১১| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪২
মনিরুল হাসান বলেছেন: হুমায়ূন আহমেদের উক্তি আমার কাছেও অনেকগুলি আছে। কয়েকটি শেয়ার করলাম:
- "যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না।"
- "সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা।"
- "সমস্যা থেকে দূরে সরে যাওয়া সমস্যা সমাধানের পথ না। সমস্যাকে মোকাবেলা করতে হয় সমস্যার ভেতর থেকে।"
- "মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ।"
- "মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে কোনো মালিন্য স্পর্শ করেনি।"
- "পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা।"
আশা করি, পছন্দ হয়েছে।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৭
জলারণ্য বলেছেন: হুম, পছন্দ হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
১২| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪২
স্টিভ জবস জুনিয়র বলেছেন: শুভ জন্মদিন স্যার!
চরম পোস্ট।
বার বার এই পোস্টে আসবো।
অনেক ধন্যবাদ লেখকে
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৮
জলারণ্য বলেছেন: ঠিক আছে....
ধন্যবাদ।
১৩| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৫
আহমেদ রাকিব বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৯
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
১৪| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৬
পথেরসাথী বলেছেন: এখন ও ভাবতে খুব কষ্ট হয় যে স্যার আমাদের মাঝে নেই।খুব কষ্ট হয়।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১০
জলারণ্য বলেছেন: হুম বিশ্বাস হয় না!
১৫| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৭
নীলতিমি বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১১
জলারণ্য বলেছেন: আনন্দের দিনে কান্না করতে নেই?
১৬| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৭
নীলতিমি বলেছেন:
১৭| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮
মাসুম৫৯৫ বলেছেন: সব কোথা বলতে হয় না, কিছু কথা চেপে থাকে বুকের কোন এক বারান্দার কোণায়, আপনাকে নিয়ে অনেক কথা জমানো আছে, কখনও না কখনও দেখা হবেই, বলব সব...
শুভ কামনা এবং প্রার্থনায়
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১২
জলারণ্য বলেছেন: হুম ঠিক তাই!
১৮| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৭
নবীনা বলেছেন: সরাসরি প্রিয়তে......এতো সুন্দর একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে জলারণ্য
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১২
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৯| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত
আরো একবার তুমুল ভাবে ফ্রাস্ট্রেটেড হয়া গেলাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। পোস্টে প্লাস।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৩
জলারণ্য বলেছেন: হা হা হা!
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
২০| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৬
অপু ওপি বলেছেন: এখানে আরো কিছু যোগ করতে পারেন...
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৯
জলারণ্য বলেছেন: ভাই আমি একা আর কয়টা সংগ্রহ করবো?
আপনার কাছে থাকলে শেয়ার করতে পারেন।
২১| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৮
সুপান্থ সুরাহী বলেছেন:
ধন্যবাদ ফর শেয়ারিং................
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২০
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২২| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৩
জর্জিস বলেছেন: এত জীবনমুখী উক্তি তিনি কিভাবে লেখেন মাঝে মাঝে অবাক হয়ে ভাবি
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮
জলারণ্য বলেছেন: হুম ঠিক!
২৩| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাইবোনরা জাগল। বাবা আমার গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, জোছনার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারীর গায়ে পড়েছে। ভেন্টিলেটরটা ফুলের মত নকশা কাটা। কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারীর ভেতর আলোর ফুল। ভয়ের কিছু নেই, হাত বাড়িয়ে ফুলটা ধর।
আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এল কিন্তু ধরা পড়ল না। বাকি রাতটা আমার নির্ঘুম কাটল। কতবার সেই ফুল ধরতে চেষ্ঠা করলাম - পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটল আমার শৈশব, কৈশোর ও যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্ঠা করে যাচ্ছি, যদি একবার জোছনার ফুল ধরতে পারি - মাত্র একবার। এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশী কিছু চাইবার নেই; '' ________ হুমায়ুন আহমেদ
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৯
জলারণ্য বলেছেন: হুম! নস্টালজিক।
২৪| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”
সহমত ।
স্যার আপনাকে আরও কয়েকটা বছর প্রয়োজন ছিলো ।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪২
জলারণ্য বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্যার আপনাকে আরও কয়েকটা বছর প্রয়োজন ছিলো ।
সহমত।
২৫| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪০
আধখানা চাঁদ বলেছেন: এত সুন্দর পোস্ট, পড়ে একইসাথে মন ভাল হয়ে যায় আবার খারপও হয়ে যায়।
ভাললাগা এবং প্লাস।
সাথে অনেক ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৪
জলারণ্য বলেছেন: অনেক ধন্যবাদ। আধখানা চাঁদ!
২৬| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: দিন যায় কথা থাকে
নিরব ছবি শিল্প আঁকে
তাই না
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
জলারণ্য বলেছেন: হুম তাই!
২৭| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০২
সামসজীব বলেছেন: শুভ জন্ম দিন স্যার
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
জলারণ্য বলেছেন: হুম।
২৮| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:০১
একজন ঘূণপোকা বলেছেন: কি বলব ভাই পুরা বাক হিন হয়ে গেলাম। চরম সব কথা এক সাথে, সোকেসে না নিলে পাপ হোবে।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।
২৯| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ২:০৫
বিরোধী দল বলেছেন: ভালো পোস্ট। তবে “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”
এই বানীটা হুমায়ুন স্যারের না। এইটা ব্লগার নোমান নমি ভাইয়ের গার্লফ্রেন্ড পোস্টের একটা লাইন
এই লাইনটা ডিলিট করলে আপনার পোস্টের মান আরও বৃদ্ধি পাবে। শুভকামনা
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
জলারণ্য বলেছেন: কি জানি ভাই! আমি তো পেজ থেকে নিসি, যেখানে হুমায়ূন আহমেদ স্যারের কার্টেসি দেওয়া ছিল!!
৩০| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ২:২২
ফারহুম বলেছেন: অনেক সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ।
ভালো লাগা সহ প্রিয়তে, প্লাস কপি করে হার্ডডিস্কে সেইভ করে রাখলাম
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
জলারণ্য বলেছেন: অনেক ধন্যবাদ।।
৩১| ১১ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৯
নিনিতা নাতানিয়েল বলেছেন: আমি অনেকদিন ধরে হুমায়ুন স্যার কে নিয়ে কিছু লিখতে চাই, কিন্তু যখনি কিছু লিখতে যাই দুচোখ ঝাপসা হয়ে যায় কিছু লিখতে পারিনা, আপনার লেখাটা পড়ে ও ঝাপসা হয়ে গেছে, বিধাতা যদি মানুষকে আয়ু দান করার ক্ষমতা দিতেন, আমি আমার আয়ু তাকে দান করে দিতাম ।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
জলারণ্য বলেছেন: লিখে ফেলুন! আবেগকে যত পুষে রাখবেন, ততই কষ্ট বাড়বে।
স্যার যেখানে আছে দোয়া করবেন যেন ভাল থাকেন।
৩২| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৯
আমার প্রতিকৃতি বলেছেন: খুব সুন্দর একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৩| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৩
এই আমি রবীন বলেছেন: চ্রম কালেকশন!!
+ দিলাম!
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭
জলারণ্য বলেছেন: থ্যাংকস!
৩৪| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫১
লেখাজোকা শামীম বলেছেন: ভালো লাগল। হুমায়ূন আহমেদ চলে গিয়ে আমাদের বঞ্চিত করে গেলেন।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭
জলারণ্য বলেছেন: হুম।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০১
মেহেরুন বলেছেন: এ জগতে সবচে' সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়
পোস্ট এ অনেক ভালো লাগা। ভালো থাকুক আমার প্রিয় লেখক।
+++++++্
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৩৬| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৬
জিহরুল ইনলাম কামাল বলেছেন: ধন্যবাদ এত সুন্দর উক্তিগুলি তুলে ধরার জন্য....
চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে...ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার চলে গেলে আবার ফিরে আসে..
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৭| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫১
মুহসীন৮৬ বলেছেন: পোষ্টে প্লাস এবং শোকেসে
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।
৩৮| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
জন্মদিন বলেছেন: "পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নাই।"
..............হুমায়ুন আহমেদ
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
জলারণ্য বলেছেন: হুম......
৩৯| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: প্রিয়তে।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৪০| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
শ।মসীর বলেছেন: “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০
জলারণ্য বলেছেন: হুম....
৪১| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
আমিনুর রহমান বলেছেন: সরাসরি প্রিয়তে .........।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৪২| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০২
একুশে২১ বলেছেন: প্রিয়তে।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৪৩| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
আখাউরা পূলা বলেছেন: জীবনটা আসলেই অনেক সুন্দর!
এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে
যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো,
তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি?
আমার হারিয়ে ফেলার কেউ নেই । কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই । আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি , আবার খুঁজে পাই..
৩টা বেশি ভাল লাগল..
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০২
জলারণ্য বলেছেন: সব গুলোই চরম সত্য!
৪৪| ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
আখাউরা পূলা বলেছেন: এ জগতে সবচে' সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়
আর এইটা সবচে ভাল লাগল
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৪৫| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
শিহাব উদ্দিন আহমেদ বলেছেন: হুমায়ূন আহমেদকে যে কারণে দাদাদের ভালো লাগেনি Click This Link
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
জলারণ্য বলেছেন: দেখতেছি....
৪৬| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
হাসি .. বলেছেন: অনেক অনেক ভালো লাগা থাকল পোষ্টে
+++
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
জলারণ্য বলেছেন: ধন্যবাদ।।
৪৭| ১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
হাসান তাজদিক বলেছেন: কমেন্ট নং ১৯ এবং ২৪ প্রদানকারী ও জলারন্য এর উদ্দেশ্যে -
অযথা হুমায়ূন আহমেদ ভক্ত হবার প্রচেষ্টা বাদ দিন। ফাপরবাজি বন্ধ রাখেন। এভাবে জন সম্মুখে নিজেদের অপমান না করলেই নয় কি?
১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৯
জলারণ্য বলেছেন: এইখানে ফাপরবাজির কি দেখলি? আর তুই কইলে ভক্ত হওয়া বাদ দিমু? তুই কোন ক্ষেতের মূলি! শোন তোর মতো জারজ নিক বহুত দেখছি! কত আইলো আর গেল
আরেকটা কত শুনে রাখ একটা সময় ব্লগ থাইকা ছাগু ভাদা গদাম দিতাম। এখন ভাল হয়ে গেছি So মুখ ছুটাইনা তাইলে তোর ব্লগিং ফ্লাডিং পশ্চাৎদেশ দিয়া ঢুকাইয়া দিমু।
৪৮| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৫
কামরুল হাসান জনি বলেছেন: সুন্দর কালেকশন প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
জলারণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সোজা প্রিয়তে...
৫০| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮
রবিন মিলফোর্ড বলেছেন:
দারুন একটা পোস্ট । সোজা প্রিয়তে ।
৫১| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৫৪
খেয়া ঘাট বলেছেন: শুভ জন্ম দিন স্যার। আপনি অমর~~~~
৫২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৫৫
খেয়া ঘাট বলেছেন: উনাকে সত্যি কারের একজন শব্দ জাদুকর মনে হয়। এতো মায়া নিয়ে কেউ কখনো লিখছে বলে আমার জানা নেই।
৫৩| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৫৭
খেয়া ঘাট বলেছেন: গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির ম--
Ami tobe gorur motho .
৫৪| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:০৪
খেয়া ঘাট বলেছেন: যেখানে থাকুন ভাল থাকুন।
৫৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮
ধূসরধ্রুব বলেছেন: ২৯ নাম্বার কমেন্টে ব্লগার বিরোধী দল ক্লিয়ার করে দেওয়ার পরও আপনি এই লাইনটি মুছেন নাই
গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত
এটা হুমায়ূন আহমেদের লেখা নয় ব্লগার নোমান নমির লেখা । কেন শুধু শুধু নিজেকে ছোট করছেন । হুমায়ূন আহমেদ সম্পর্কে ভালভাবে না জেনে শুধু ফেসবুক থেকে কপি করে পোস্ট দিয়ে কি লাভ
৫৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৫
মায়াবী রূপকথা বলেছেন: ++
৫৭| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
রাখালছেলে বলেছেন: ভাল লাগল ।
৫৮| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
ভিডিওটেইনমেন্ট বলেছেন: আমি হুমায়ুন আহমেদের বইয়ের (maximum I guess) একটি collection করেছি।
http://videotainment.blogspot.com/2015/04/humayun-ahmed.html
৫৯| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট
৬০| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৭
Afzal hosenগ বলেছেন: খুব ভাল লেগেছে
৬১| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:৫০
রাজিব RS বলেছেন: bani gulo osadaron... Kisu kisu bani ace ja porlei sorirer lom gulo dariya jai...karon hoito segulo sotto... Ar kisu bani thake ja mone sokti jogai, sahos dei...tai bani somuho amar onnek priyo....
৬২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১
প্রিয় কবিতা বলেছেন: ধন্যবাদ হুমায়ূন আহমেদ এর বাণীর জন্য
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৩
নিঃশব্দ শিশির! বলেছেন: শুভ জন্ম দিন স্যার। আপনার লেখা পড়তে পড়তে আমরা বড় হয়েছি। আপনার জন্য আমার সব সময় কি যে মায়া তা জাননো হয়নি। সব কিছু জানাতে হবে তার কি কোন নিয়ম আছে? আমার ভালো লাগা আমার কাছেই থাকুক....!!