নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি চাইলেই সব কিছু হয়

সাদা-সিধে একজন মানুষ

জল ছাপ

তুমি চাইলেই সব কিছু হয়, ভুলতে পারি শোক। দিতেই পারো আমার দিকে একটু মনোযোগ। আমার মতো তুমিও তবে বাসতে পারো ভালো জ্বালতে পারি দুই চোখেতে ভালোবাসার আলো। তুমি চাইলে হতে পারি এক নিমেষেই নদী সাহস করে সেই নদীতে নামতে পারো যদি।

জল ছাপ › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার খেলায় যত ফুল-লতা-পাতা

১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:১০

ছোটবেলায় রাস্তায় রাস্তায় ঘুরতাম আর খেলার জন্য একগাদা ফুল, লতা-পাতা যোগাড় করতাম। এইসব যোগাড় করতে করতেই অর্ধেক দিন শেষ হয়ে যেতো আর যখন খেলা শুরু করতাম তার কিছুক্ষণের মধ্যেই আম্মু ডাকতে শুরু করতো। খেলা পজ রেখেই বাড়ি ফিরতে হতো। সায়েম মুনের বুনো ফুল চিনবার পোস্ট দেখে সেইসব খেলার কথা মনে পড়ে গেল। আমিতো এসব ফুল আর গাছের নামই জানতাম না। এখনও সবগুলোর নাম জানি না। খেলার সময় আমরা নিজেরাই কিছু নাম দিয়ে নিয়েছিলাম। এখনও সেই নামেই জানি।



১. পিঠা গাছঃ একটা গাছ ছিল, পাতাগুলো নরম নরম। একটু বড় পাতাগুলো নিয়ে তার মধ্যে চিকন শলার কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে বিভিন্ন নকশা আঁকতাম। যেমন আমাদের মুগ-পাক্কন পিঠায় থাকে। তারপর সেগুলো প্লেটে সাজিয়ে মেহমানকে দেয়া হতো। এই হল আমাদের পিঠা পাতা। :)



অনেক পরে অবশ্য বাচ্চাদের বিজ্ঞান বই পড়ে জানলাম যে ওই গাছের নাম প্যাপেরোমিয়া। যদিও আমি সেই গাছকে কখনোই প্যাপেরোমিয়া ডাকবো না। পিঠা গাছই ভাল নাম। B-)





২. মালা পাতাঃ এক রকম গাছ ছিল পাতাগুলো একটা সরু ডালের দুইপাশে ছিল। অনেকটা কৃষ্ণচূড়ার পাতার মত। একদম মাথার দুইটা পাতা পাশাপাশি। আমরা ঘুরে ঘুরে ঐ গাছের মাথার জোড়া পাতাটা যোগাড় করতাম। তারপর জোড়াপাতার একটা একটু ভাজ করে মাঝামাঝিতে একটা ফুটো করে নিতাম। তারপরে আরেকটা জোড়াপাতার ফুটো ছাড়া পাতাটা ঐ ফুটোর মধ্যে ঢুকিয়ে নিতাম। এমনি করে একটার পর একটা জোড় দিয়ে লম্বা শিকল হতো। সেইসব শিকল দিয়ে মালা, ব্রেসলেট, নূপুর কত কি যে বানাতাম! :)



৩. আকন্দঃ আকন্দ খুব বেশি পাওয়া যেতো না। তবে যখন পেতাম ওই ফুলগুলো তরকারি হিসেবে ব্যবহার করতাম।





৪. ঢোল কলমিঃ ঢোল কলমির ফুলগুলো কানের পাশে গুজে দিতাম সাজগোজের জন্য। কি সুন্দরই না লাগতো একেকজনকে! B-)





৫. কাঁটা বেগুনঃ এই ফুলগুলোও তরকারি হিসেবে ব্যবহৃত হতো। তবে এগুলো আমি আনতে যেতাম না। গেলেই কাঁটার খোঁচা খাওয়া লাগতো এক গাদা। /:)





৬. তিতবেগুনঃ ছোট্ট ছোট্ট টমেটোর মত ফলগুলো তরকারি হিসেবে ব্যবহার করতাম।





৭. লজ্জাবতীঃ বেচারী লজ্জাবতী গাছগুলোকে যদি কখনো কোথাও খুঁজে পাওয়া যেতো তাহলেতো তাদের একেবারে দফা রফা। আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে সবগুলো পাতা বুজিয়ে দিতে পারলেই শান্তি। আর ফুলগুলোও নিয়ে আসতাম ছিঁড়ে। দু'আঙুলের মাঝে রেখে চাপ দিয়ে ধরে রাখতাম। ব্যস হয়ে যেতো সুন্দর গোলাপী রঙের একটা আঙটি।





৮. মারহাটিটিগাঃ এই ছোট্ট ছোট্ট সুন্দর হলুদ ফুলগুলো দিয়ে ডাল রাঁধতাম! :|





৯. দলকলসঃ একটা সাদা পাঁপড়িতেই একটা ফুল। তুলে তুলে পেছন দিকটা টেনে নিলেই পাওয়া যায় মিষ্টি একটা স্বাদ। ফুলগুলোর আশেপাশে সবসময় ফড়িঙ আর প্রজাপতি উড়াউড়ি করতো। কিন্তু আমরা নিষ্ঠুরের মত তাদের খাবারে ভাগ বসাতাম। :P





১০. লতানো ঘাসঃ ঘাসগুলোর এই লম্বা লম্বা লতা। একটা লম্বা লতা ছিঁড়ে নিয়ে আগার দুই একটা ছোট পাতা ছাড়া বাকিগুলো ফেলে দিতাম। তারপরে আঙুলের মাপ নিয়ে একটার পর একটা প্যাঁচ দিতাম আর মাথার পাতাগুলো রাখতাম একদম উপরে। তারপরে বসে থাকতাম সেই আঙটিটা পরে আর মনে মনে ভাবতাম 'আহা, কবে পাবো এমনি একটা হীরের আঙটি!' B-)



আর যখনই যে ফুল পেতাম তাই নিয়ে কানের পাশে গুজে দিতাম। সেসব আলাদা করে না বললেও চলে :)





বি.দ্রঃ বেশিরভাগ গাছের নাম এবং কিছু ছবি সায়েম মুনের বুনো ফুলের পোস্ট থেকে পাওয়া। অসংখ্য ধন্যবাদ সায়েম মুন। :)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:১৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম :) ++++

১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৩

জল ছাপ বলেছেন: আমিও :)

২| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:২৪

অনিক আহসান বলেছেন: একবারে ছোটকালে আমার প্রিয় খেলা ছিলো তিল্লো এক্সপ্রেস ।

১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৪

জল ছাপ বলেছেন: সেসবতো অন্য খেলা। আমিতো আজকে শুধু রান্নাবাটি খেলার কথাই বললাম। :)

৩| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:


নষ্টালজিক করার অপরাধে আপনাকে মাইনাস X((




১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৫

জল ছাপ বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হল আলাউদ্দিন আহমেদ সরকার B-)

৪| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: :-* :-* :-* :-*

১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৬

জল ছাপ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

৫| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৮

সাবা তামান্না বলেছেন: গ্রামের বাড়িতে গেলে এসব দিয়ে খেলা হত!

১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:০৩

জল ছাপ বলেছেন: আমরাতো ঢাকাতেও খেলেছি :)

৬| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৭

নাঈম আহমেদ বলেছেন: ছেলেরা এসব বাজার করতাম মানে চিপা চাপা থেকে খুজে আনতাম :(( :(( মেয়েরা রান্না করত :D :D :D

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৩

জল ছাপ বলেছেন: :D :D

আমার দুই চাচাতো ভাইকে এই কাজে পাঠানো হতো।

৭| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১:৩০

মায়াবতী বািলকা বলেছেন: লেখাখান পড়ি ছোডুবেলার কতা মনে পড়ি গেলো!

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৩

জল ছাপ বলেছেন: আহারে ছোডুবেলা :(( :((

৮| ১৫ ই জুলাই, ২০১২ রাত ২:৩০

ফিউশন ফাইভ বলেছেন: +

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৪

জল ছাপ বলেছেন: ধন্যবাদ।

৯| ১৫ ই জুলাই, ২০১২ রাত ৩:৪৯

িমরর বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম;

সেই খেলার সাথিরা আজ কে কোথাই আছে ,,, ঠিক ভাবে জানিনা .... গ্রামে গেলে মাঝে মধ্যে অনেকের সাথে দেখা হয় ....এমন অকেই আছে যাদের সাথে গত এক যুগেও দেখা হয়নি

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৫

জল ছাপ বলেছেন: হারিয়ে গেছে সবাই-ই...এমনকি নামও ভুলে গেছি কারো কারো। তারপরও রয়ে গেছে স্মৃতি...

১০| ১৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫১

সায়েম মুন বলেছেন: আমরাও কত খেলছি।


তিতবেগুন আর মারহাটিটিগা'র ছবি দুইটা আমার পোষ্ট থেকে নিয়েছেন। ছবি দুইটা আমার তোলা। না বলে পোষ্টে এ্যাড করাতে মনে কষ্ট নিলাম। :(

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৭

জল ছাপ বলেছেন: অনেক দুঃখিত সায়েম মুন। নামগুলো আপনার পোস্টে দেখে আমি ছবির জন্য কিন্তু গুগলে সার্চ দিয়েছিলাম। সেখানে এগুলোই এসেছে। বলা ছিল না সোর্স কি। আমি খুব দুঃখিত। এখুনি বলে দিচ্ছি পোস্টে। আর আপনি চাইলে ছবিগুলো মুছেও দিতে পারি। প্লীজ কষ্ট নিয়েন না :(

১১| ১৫ ই জুলাই, ২০১২ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: মারহাটিটিগা লিখে ইমেজ মোডে সার্চ দিলাম। সেখানে এই ফুল সহ আমার এসো বুনো ফুল চিনি পোষ্টের সব ছবি হাজির। তবে ছবির একটু নিচে লেখা সামহোয়্যার ইন। এখন সোর্স যখন বলেছেন আর মোছার দরকার নেই। থ্যাংকস :)

১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৩

জল ছাপ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন :)

১২| ১৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৭

রাতুল_শাহ বলেছেন: ধূর ভাই, আপনি ভাল নন, অনেক কিছু মনে করিয়ে দিলেন।

১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:২০

জল ছাপ বলেছেন: আমি আসলেই মানুষ ভাল নই :P :P

১৩| ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: ৭ আর ৯ 8-|

১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:২০

জল ছাপ বলেছেন: মাত্র! তাহলেতো মনে হয় আপনি বনে বাদাড়ে খুব বেশি ঘুরেন নাই :P

১৪| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:০৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৭

জল ছাপ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.